কুসুম্বা মসজিদ
বর্তমানে কুসুম্বা গ্রামের কুসুম্বা নামকরণ নিয়ে নানারকম জনশ্রুতি ও কিংবদন্তি ছড়িয়ে আছে । তার মধ্যে একটি হলো; কিংবদন্তিতে প্রচলিত গড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর 'কুসুম বিবি' বিশেষ কারণে এ অঞ্চলে বনবাসে এসে বসবাস শুরু করেন । তার নাম অনুসারে এখানকার নাম কুসুম্বা হয় । জনাব এইচ এম শামসুল আলম লিখেছেন কুসুম বিবির নাম অনুসারে প্রথমে মসজিদের পর এলাকার নাম কুসুম্বা হয় লেখচিত্রের নওগাঁ পৃষ্ঠা 106 দৃষ্টান্ত; লেখাটিতে কোন ঐতিহাসিক সূত্র নেই ।
কুসুম্বা মসজিদটি বর্তমানে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত । তবে অনেক ঐতিহাসিকগণের মতে কুসুম্বা মসজিদ নামটি কুসাম্বি থেকে কুসুম্বী তারপরে কুসুম্বা নামে এভাবে পরিবর্তন হয় ।
তৎকালীন প্রাচীন সময়ে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্ভুক্ত বরেন্দ্রভূমি ছিল ।সেই সময় এই জায়গাটি হিন্দু পাল ধর্মের শাসনামলে ছিল । এই মসজিদের কাজ অনেক সুন্দর এবং মসজিদের পাশে একটি বড় দীঘি রয়েছে ।দীঘিটি প্রায় ক্রমশ ভেঙে তলিয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে ।
এই মসজিদে রয়েছে পোড়ামাটির চিত্রফলক ও দেওয়ালে কারুকার্যময় নকশা । এই মসজিদের মেহরাবের কারুকার্যময় সুন্দর ও দেখার মত ও চমকে যাওয়ার মতো । এর অভ্যন্তরে উত্তর-পশ্চিম কোণে অবস্থিত রাজ মঞ্চ রয়েছে।
এখানে আরেকটি নিদর্শন রয়েছে সোনা বিবির মসজিদ এর কিছু ভগ্নাংশ রয়েছে যা বিলুপ্তপ্রায়। এটা ঘন জঙ্গলে ঢেকে গেছে। পোস্টটি ধৈর্য ধরে পড়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।
জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url