বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে জানবো এই আর্টিকেলে। এই আর্টিকেলে আপনাদের মাঝে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্পর্কে।
বাংলাদেশের সেরা কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে। বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা গুলো দেশের জন্য ও দেশের মানুষের জন্য অনেক কল্যাণ বয়ে আনে। তাই দেরি না করে চলুন জেনে নেয়া যাক বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সংক্ষিপ্ত ইতিহাস।
বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এই ছোট্ট ভূখণ্ডের বাংলাদেশকে বহি শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ গোয়েন্দা সংস্থা একটি সুন্দর দায়িত্ব পালন করে আসছে। কিছু গোয়েন্দা সংস্থা বাংলাদেশের পাশাপাশি বাইরের দেশেও সংস্থাগুলো কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য গোয়েন্দা সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার আমি চেষ্টা করব। আশা করি আর্টিকেলটি আপনারা মনোযোগ সহকারে পড়বেন। এই আর্টিকেল পড়ে আপনি উপকৃত হলে আমার অনেক ভালো লাগবে। তাই দেরি না করে চলুন জেনে নিই বাংলাদেশের বেশ কিছু গোয়েন্দা সংস্থা সম্পর্কে।
এনএসআই(NSI)
এনএসআই হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের সর্বোচ্চতম হিসেবে এই গোয়েন্দা সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ সংস্থাটির কার্যকলাপের জন্য সংস্থাটি রেঙ্কে এক নম্বরে সব সময় থাকে। এই সংস্থাটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এই সংস্থার বাহিনী গুলো অনেক দক্ষ হয়ে থাকে।
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই হচ্ছে বাংলাদেশের প্রধান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। যেটি সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরের কাছে দায়বদ্ধ। এনএসআই এর প্রধান মহাপরিচালক। অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করাই হচ্ছে (NSI) প্রধান কাজ।
ডিজিএফআই(DGFI)
এখন আমরা জানবো (DGFI) সম্পর্কে। এটিও অন্যতম বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। ১৯৭৭ সালে ডাইরেক্টরেট অফ ইনটেলিজেন্স (DGFI) প্রতিষ্ঠিত করা হয়। পরিবর্তীতে এ প্রতিষ্ঠান ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস (DGFI) রুপান্তরিত হয়।দেশের ৬৪টি জেলায় এর দপ্তর রয়েছে। (DGFI)-এর প্রধান মহাপরিচালক।
তাকে সহযোগিতা করেন সাতজন পরিচালক। সামরিক নানা উদ্দেশ্য সাধন বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দাগিরি করা এর কাজ। এর সদর দপ্তর ঢাকার কচুক্ষেতে অবস্থিত।
সিআইডি(CID)
এবার আমরা জানবো (CID) সম্পর্কে। স্পর্শকাতর অপরাধের তদন্ত করে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা (CID), যার প্রধান হচ্ছে একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল। (CID) পুলিশের অন্যতম গোয়েন্দা সংস্থা। ঢাকার মালিবাগে এর প্রধান কার্যালয় অবস্থিত। একজন অ্যাডিশনাল আইজিপি (CID) প্রধানের দায়িত্ব পালন করেন। (CID)-এর পূর্ণরূপ- Criminal Investigation Department।
(CID)-এর কাজগুলো হল- তদন্তের সাথে পুলিশের কর্মকর্তা এবং সংস্থাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সহায়তা করা। অপরাধ সংগঠিত হওয়ার পর পলাতক অপরাধির পরিচিতি সংগ্রহ, সনাক্তকরণের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে সাহায্য করা। বিশেষ ধরণের অপরাধ ও পেশাদার অপরাধীর তথ্য সংগ্রহ করা। যাতে পরিবর্তে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অন্য তদন্তকাজে সহায়তা করা যায়।
স্পেশাল ব্রাঞ্চ (SB)
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অপরাধের তদন্ত, অভ্যন্তরীণ গোয়েন্দাগিরি ও পাল্টা গোয়েন্দাগিরি করে থাকে। পুলিশের একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এ ব্রাঞ্চের প্রধান। স্পেশাল ব্রাঞ্চ এর বিভিন্ন উইং বা শাখার মাধ্যমে সারা দেশে কাজ করে থাকে। যেমন রাজনৈতিক শাখা, ছাত্র ও শ্রমিক শাখা, পাসপোর্ট ও ইমিগ্রেশন শাখা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। SB-এর পূর্ণরূপ Special Branch।
SB এর কাজসমূহ হলো- অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, ছাত্র তৎপরতা ও শ্রমিক তৎপরতা পর্যবেক্ষণ করা, রাজনৈতিক সংগঠন সমূহের তৎপরতা সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখা। বিভিন্ন অভ্যান্তরে বিভিন্ন অপরাধের তদন্ত অভ্যন্তরীণ তদন্ত অভ্যন্তরীণ গোয়েন্দাগিরি পাল্টা গোয়েন্দাগিরি করা। ১৯৬৩ সালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রতিষ্ঠিত হয়। যার সদর দপ্তর মালিবাগে। এই সংস্থা ৬৪ জেলায় শাখা অফিস রয়েছে।
কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট(CIU)
কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট(CIU) সম্পর্কে জেনে নিই। কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট(CIU) পুলিশের নিজস্ব গোয়েন্দা সংস্থা। পুলিশ বাহিনী সদস্যদের নজরদারি করার লক্ষ্যে সরকার এ ইউনিট গঠন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন গোয়েন্দা বাহিনীর নাম ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হচ্ছে ডিএমপি।
পুলিশ ইন্টারনাল ওভারসাইট(PIO)
বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে এবার আমরা জানবো পুলিশ ইন্টারনাল ওভারসাইট(PIO)। এটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিত্তিক একটি গোয়েন্দা ইউনিট। এটি সারাদেশে কর্মরত পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম নজরদারি ও তাদের ওপর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। ২০০৭ সালে এই বিভাগটি প্রতিষ্ঠিত হয়। ইউনিটের প্রধান হলেন আইজির পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা।
PIO-এর পূর্ণরূপ Police Internal Oversight.এর প্রধান পুলিশ প্রধানের কাছে সরাসরি রিপোর্ট প্রদান করে থাকেন।প্রধানের দুইজন অ্যাডিশনাল এএসপি ৬ জন এএসপি দায়িত্ব পালন করেন। এ ইউনিট দ্বারা প্রত্যেকটি পুলিশ সরাসরি নজরদারির আওতাধীন। পুলিশের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিশ্লেষণ করা এবং তার উপর ভিত্তি করে পুলিশের শৃঙ্খলা সততা ও দক্ষতা উন্নয়নে পুলিশের সদর দপ্তরে সুপারিশ করা।
গোয়েন্দা শাখা(DB)
এখন জেনে নিই গোয়েন্দা শাখা(DB) সম্পর্কে। (DB) একটি বিশেষায়িত পুলিশ ইউনিট। এটি অত্যন্ত দক্ষ বাস্তবধর্মী ও প্রযুক্তি নির্ভর শাখা। এর প্রধান হলেন পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল। (DB)-এর পূর্ণরূপ- Detective Branch. প্রত্যেক মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের নিজস্ব গোয়েন্দা শাখা (DB) আছে।
এসএসএফ(SSF)
চলুন এবার জেনে নেওয়া যাক (SSF) সম্পর্কে। (SSF) প্রতিষ্ঠিত হয় ১৫ জুন ১৯৮৬ সালে। এর পূর্ণরূপ- Special Security Force. (SSF) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এর পূর্ব নাম ছিল- প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স (PSF)। এর নাম পরিবর্তন করা হয় ১৯৯১ সালে।(SSF) রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত VIP দের নিরাপত্তার দায়িত্বে থাকে।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট(PGR)
সবশেষে জেনে নেওয়া যাক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট(PGR) সম্পর্কে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয় ৫ই জুলাই ১৯৭৫ সালে। এই সংস্থার সদর দপ্তর ঢাকার সেনানিবাসে অবস্থিত। (PGR)-এর পূর্ণরূপ- President Guard Regiment. (PGR) স্বতন্ত্র রেজিমেন্ট লাভ করে জুন ২০১৩ সালে। ৫ই জুলাই ১৯৭৫ পি জি আর গঠিত হলেও এ বাহিনীর কোন ফরমেশন-সাইন ছিল না। পরে এটি শেখ হাসিনা করে।
শেষ কথা
পরিশেষে বলা যায় যে বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা গুলো দেশের ও দেশের বাহিরে আমাদের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে। ফলে একটি সুন্দর দেশ আমাদের মাঝে গড়ে উঠছে। এই গোয়েন্দা সংস্থা গুলো বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।
জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url