লিচু কোন মাটিতে ভালো হয় - লিচু চারা লাগানোর নিয়ম

লিচু কোন মাটিতে ভালো হয় এই আর্টিকেলে আমরা লিচু কোন মাটিতে সবচেয়ে ভালো হতে পারে এবং লিচু চারা লাগানোর কিছু নিয়ম রয়েছে সেগুলো বিস্তারিত জানবো। লিচু একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল। এটি বাংলাদেশ ব্যাপকভাবে চাষ করা হয়।

লিচু-কোন-মাটিতে-ভালো-হয়আমরা যদি লিচু গাছ থেকে সফলভাবে ফলন পেতে চায় তাহলে আমাদের সঠিক নিয়ম মেনে চারা লাগানো জরুরী। সঠিক পদ্ধতিতে এবং সঠিক মাটিতে লিচুর চারা যদি লাগানো হলে, তাহলে ভালো ফলন পাওয়া সম্ভব।

সূচিপত্রঃ লিচু কোন মাটিতে ভালো হয় - লিচু চারা লাগানোর নিয়ম

লিচু কোন মাটিতে ভালো হয়

লিচু কোন মাটিতে ভালো হয় এই আর্টিকেলে আপনাদের মাঝে আমি কিভাবে চারা লাগালে ভালো ফলন পাওয়া সম্ভব সে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরবো। এছাড়া কিভাবে গাছের পরিচর্যা এবং সঠিক পানি সেচ ও সার প্রয়োগ করতে হবে সে বিষয়গুলো তুলে ধরবো। তাই চলুন লিচু কোন মাটিতে ভালো হয় এ বিষয় সম্পর্কে এখন জেনে নেই।

লিচু গাছের জন্য অবশ্যই বেলে-দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। এ ধরনের মাটি জল ধারণ ক্ষমতা পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা ভারসাম্য বজায় রাখে, যা লিচু গাছের জন্য বা তার শিকড়ের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। সঠিকভাবে লিচু চাষের জন্য অবশ্যই মাটির পিএইচ মান ৫.৫ থেকে ৭.৫ মধ্যে হওয়া দরকার। 

এ ধরনের মাটি লিচু চাষের জন্য বা লিচু গাছের জন্য বেশ উপযোগী। এ ধরনের মাটি সবচেয়ে পুষ্টি গ্রহণের সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া মাটিতে পর্যাপ্ত জৈব পদার্থের উপস্থিতি যেমন, কম্পোস্ট বা পচা গবর মিশ্রিত করলে লিচু গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়।

লিচুর চারা লাগানোর জন্য মাটির প্রস্তুতি

লিচুর চারা লাগানোর জন্য মাটির প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিচু কোন মাটিতে ভালো হয় এই আর্টিকেলে এ বিষয়টি আপনাদের মাঝে এখন তুলে ধরবো। আশা করি সকল বিষয়গুলো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন, অর্থাৎ কাজগুলো ভালোভাবে করতে পারবেন।

আমরা আগেই জেনেছি লিচু গাছের জন্য উর্বর বেলে-দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযুক্ত। আর মাটির পিএইচ মাত্রা অবশ্যই ৫.৫ থেকে ৭.৫ এর মধ্যে হওয়া উচিত। কেননা এভাবে মাটি যদি বাছাই করেন তাহলে ভালো ফলন পেতে পারেন। মাটির প্রস্তুতির জন্য প্রথমে আপনাকে দুই থেকে তিন ফুট গভীর গর্ত করতে হবে এবং গর্তে কম্পোস্ট অথবা গবর মিশিয়ে নিতে হবে। 

এভাবে খুব সহজেই আপনি মাটি প্রস্তুত করতে পারবেন। এভাবে মাটি প্রস্তুত করতে শুধুমাত্র আপনাকে উপরিক্ত বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়া আপনি যদি ছাদের টবে লিচু চারা লাগাতে চান তাহলে মাটি প্রস্তুত করতে চাইলে আপনাকে বাইরে থেকে মাটি নিয়ে আসতে হবে না, আপনি বাড়িতে বসে থেকেই ভালোভাবে করতে পারবেন। শুধু বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে।

লিচুর চারা বাছাইকরণ

লিচুর চারা বাছাইকরণ এই পদ্ধতিটি অনেক গুরুত্বপূর্ণ, ভালোভাবে বা ভালো মাটিতে লিচুর চারা লাগানোর জন্য। লিচুর চারা লাগাতে হলে অবশ্যই আপনাকে এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে।কেননা এ পদ্ধতিতে আমি বলে দেবো কিভাবে চারা বাছাই করলে বা ভালো মানের চারা নিলে খুব সহজেই সেই গাছ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব।

লিচুর চারা লাগানোর জন্য স্বাস্থ্যকর এবং রোগমুক্ত ছাড়া বাছাই করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। চারা যদি ভালো হয় তবে গাছ দূরত্ব বাড়বে এবং ভালো ফলন হবে। সাধারণত তিন থেকে চার বছর বয়সী চারা লাগানো অনেক ভালো। অবশ্যই চারা বাছাইয়ের সময় শিকড় এবং পাতা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। যদি শিকড় ও পাতা ভালো না থাকে তাহলে গাছটি নষ্ট হয়ে যাবে।

লিচু চারা লাগানোর উপযুক্ত সময়

লিচু চারা লাগানোর উপযুক্ত সময় সম্পর্কে জানা অনেক জরুরী। লিচু কোন মাটিতে ভালো হয় এই আর্টিকেলে এখন আমরা আপনাদের মাঝে লিচু চারা লাগানোর উপযুক্ত সময় সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আশা করি বিষয়টি মনোযোগ সহকারে পড়বেন। নিম্নে লিচু চারা লাগানোর উপযুক্ত সময় বর্ণনা করা হলো।
লিচু-চারা-লাগানোর-উপযুক্ত-সময়
লিচু গাছের চারা লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষার শেষে বা শরৎকালে। এসময় যদি চারা লাগান তাহলে অবশ্যই চারা ভালো হবে। সাধারণত জুন থেকে আগস্ট মাসের মধ্যে লিচুর চারা লাগানো অনেক ভালো। কেননা এই সময় মাটি ভেজা থাকে এবং চারার শিকড় দ্রুত স্থিত হতে পারে।

লিচু চারা লাগানোর সঠিক পদ্ধতি

লিচু চারা লাগানোর সঠিক পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা সঠিক পদ্ধতিতে চারা লাগালে সকল চারা ভালো থাকে পাশাপাশি ভালো ফলন পাওয়া সম্ভব। লিচু কোন মাটিতে ভালো হয় এই প্রবন্ধে এ বিষয়টি এখন নিম্নে আপনাদের মাঝে বর্ণনা করা হলো।

  • প্রথমে আপনি একটি গর্ত করবেন গর্তে প্রয়োজনীয় পরিমাণ সার এবং মাটি মিশিয়ে একটি স্তর তৈরি করবেন। 
  • এরপর চারাটি গর্তের মাঝখানে স্থাপন করবেন এবং শিকড় গুলো ঠিকমতো ছড়িয়ে দিবেন। 
  • এবং হালকা চাপ দিয়ে মাটি বসাবেন।
  • লাগানোর পর পরই পানি দিতে হবে যেন চারার শিকড় মাটির সঙ্গে ভালোভাবে যুক্ত হয়।

কিভাবে চারার পরিচর্যা করা যায়

কিভাবে চারার পরিচর্যা করা যায় এ ব্যাপারগুলো জানা অনেক ভালো, তাহলে গাছের চারা ভালো হয় এবং পাশাপাশি ভালো ফলন পাওয়া সম্ভব হতে পারে। লিচুর চারা সঠিক পরিচর্যা করা অনেক গুরুত্বপূর্ণ। কেননা সঠিক পরিচর্যার মাধ্যমে একটি গাছ অনেক ভালো থাকে। নিম্নে এই বিষয়ে তুলে ধরা হলো।

লিচু গাছের চারা লাগানোর পর নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। প্রথম কয়েক বছর নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে সেই সাথে গাছের গোড়ার মাটি নরম রাখতে হবে। এমন ভাবে গাছ লাগাতে হবে যেন পর্যাপ্ত সূর্যলোক যেন গাছ পেয়ে থাকে। কেননা পর্যাপ্ত আলো বাতাস গাছের বৃদ্ধি ঘটাতে অনেক সহায়তা করে থাকে।

পানি ও সারের সঠিক ব্যবস্থাপনা

পানি ও সারের সঠিক ব্যবস্থাপনা জানাও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে পানি ও সারের প্রয়োগের ফলে গাছ সুন্দরভাবে ও সাবলীলভাবে বেড়ে উঠবে। তাই এই সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। চলুন এখন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
পানি-ও-সারের-সঠিক-ব্যবস্থাপনা
লিচু গাছের জন্য নিয়মিত স্যারের প্রয়োজন হয়ে থাকে। প্রায় প্রতিবছর গাছের গোড়ায় জৈব সার এবং রাসায়নিক সার যেমন, ইউরিয়া ও ফসফেট প্রয়োগ করতে হবে। চারা লাগানোর পর কয়েক বছর এভাবে নিয়মিত সার প্রয়োগ করতে হবে এর পাশাপাশি নিয়মিত পানি দিতে হবে, বিশেষ করে গরমের দিনে।তবে অতিরিক্ত পানি জমে গেলে শিকড় পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হয় তাই পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো হতে হবে।

সাধারণ কিছু রোগ এবং এর প্রতিরোধ ব্যবস্থা

সাধারণ কিছু রোগ এবং এর প্রতিরোধ ব্যবস্থা জানা থাকলে আমাদের অনেক উপকার হয়। কেননা আমরা নিজে নিজেই এই প্রতিরোধ ব্যবস্থাটি বাগানে ভালোভাবে দিতে পারি। নিম্নে আপনাদের মাঝে এর সাধারণ কিছু রোগ এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো।

লিচু গাছে কিছু সাধারণ রোগ আছে যেমন পাতার দাগ শিকড় পচা এগুলো হতে পারে। এর জন্য আপনি নিয়মিত গাছের পাতা ও শিকড় পরীক্ষা করবেন, এর পাশাপাশি কীটনাশক এবং ছত্রাক নাশক স্প্রে প্রয়োগ করবেন। এই কাজগুলো করলে দেখবেন চারার যে সকল সাধারণ রোগ রয়েছে এগুলো প্রতিরোধ করতে পারবেন।

মন্তব্য

উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে লিচু কোন মাটিতে ভালো হয় এবং চারা লাগানোর সঠিক কৌশল বা নিয়ম জানা আমাদের অনেক জরুরী। এ সকল সম্পর্কে জানলে ও সঠিক যত্নের মাধ্যমে আমরা লিচু গাছ ভালোভাবে লাগানোর পাশাপাশি ভালোভাবে রাখতে পারে।

সঠিক পদ্ধতিতে লিচু চারা লাগানো এবং নিয়মিত পরিচর্যাই ভালো ফলন পাওয়া সম্ভব। উপযুক্ত মাটির নির্বাচন, সার ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা নিলে লিচু গাছের আয়ু বাড়ে এবং ফলন বৃদ্ধি পায় বা ফলন উন্নত হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url