বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সম্পর্কে। বাংলাদেশের কিছু শুরু থেকে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

বাংলাদেশ-সম্পর্কিত-গুরুত্বপূর্ন-সাধারণ-জ্ঞানছোট্ট এ ভূখণ্ডের বাংলাদেশ পৃথিবীর বিখ্যাত ব-দ্বীপ। বাংলাদেশ টি আয়তনের দিক থেকে ছোট হলেও জনসংখ্যাতে অনেক বেশি। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হওয়ায়, জনসংখ্যার সমস্যা অনেক বিরূপ প্রভাব পড়ে বাংলাদেশে।

সূচিপত্রঃ বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান আপনি বাংলাদেশের নানা বিষয় সম্পর্কে জানতে পারবেন সংক্ষিপ্ত আকারে।এদেশের অবস্থান, আয়তন, এ দেশের জনসংখ্যার খাদ্যভাস ও কেমন উপজাতি সকল কিছু সংক্ষিপ্ত আকারে জানতে পারবেন। এছাড়া এদেশের বিভিন্ন বন্দর, শিক্ষাব্যবস্থা, জলবায়ু, পথ সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ডের দেশ। এদেশে বেশিরভাগ মানুষই মুসলিম ধর্মাবলম্বী। তবে এদেশের মানুষ সাম্প্রদায়িকতা বজায় রেখে চলে। বাংলাদেশ কোন অসাম্প্রদায়িক দেশ নয়। এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই এক হয়ে বসবাস করে।এদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন রকম সংস্কৃতি রয়েছে। এক একটি অঞ্চলে একেক রকম ভিন্নতা দেখা যায়।

বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান আর্টিকেলে আমরা এখন জানবো বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি। 

দেশের নামঃ বাংলাদেশ।

সাংবিধানিক নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

ইংরেজী নামঃ The peoples republic of bangladesh

রাজধানীঃ ঢাকা।

বাণিজ্যিক রাজধানীঃ চট্টগ্রাম।

জাতীয় প্রতীকঃ উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি করে পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা রয়েছে।

বিজয় দিবসঃ ১৬ ই ডিসেম্বর।

রাষ্ট্রভাষাঃ বাংলা

বাংলাদেশের অবস্থান ও সীমানা সম্পর্কে পরিচিতি

বাংলাদেশের অবস্থান ও সীমানা সম্পর্কে পরিচিতি গুলো উল্লেখ করা হলো-
অবস্থানঃ এশিয়া মহাদেশ।
আয়তনঃ ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬ হাজার ৯৭৭ বর্গমাইল।
মোট সীমানাঃ ৫১৩৮ মিটার
জলসীমাঃ ৭১১ কিলোমিটার।
স্থল সীমানাঃ ৪৪২৭ কিলোমিটার।
সীমান্তবর্তী দেশঃ ভারত ও মায়ানমার।
ভারতের সাথে সীমান্তঃ ৪ হাজার ১৫৬ কিলোমিটার, সূত্রটি বর্ডার গার্ড বাংলাদেশ থেকে নেওয়া।
মায়ানমারের সাথে সীমান্তঃ ২৭১ কিলোমিটার, এটিও বাংলাদেশ বর্ডার গার্ড থেকে নেওয়া।
আঞ্চলিক সমুদ্র সীমাঃ (১২ নটিকাল মাইল )আমরা জানি ১ নটিকেল মাইল= ১.১৫ মাইল বা ১.৮৫৩ কিলোমিটার।
সন্নিহিত এলাকাঃ ১৮ নটিক্যাল মাইল।
অর্থনৈতিক সমুদ্রসীমাঃ ২০০ নটিক্যাল মাইল।
ভৌগোলিক অবস্থানঃ ২০ ডিগ্রি ৩৪ অক্ষর থেকে ২৬ ডিগ্রি ৩৮ উত্তর অক্ষাংশে এবং ৮৮° ০১ অক্ষ থেকে ৯২ ডিগ্রি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে।

বাংলাদেশের বন্দর সম্পর্কে পরিচিতি

বাংলাদেশের বন্দর সম্পর্কে পরিচিতি বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান একটি বিশেষ বিষয়। নিম্নে বাংলাদেশের বন্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞান উল্লেখ করা হলো-
বাংলাদেশের-বন্দর-সম্পর্কে-পরিচিতি
সমুদ্র বন্দরঃ সমুদ্র বন্দর তিনটি, চট্টগ্রাম, মংলা ও পায়রা।
স্থলবন্দরঃ স্থলবন্দর ২৩ টি, ১ বেনাপোল, ২ টেকনাফ, ৩ বাংলাবান্দা, ৪ সোনা মসজিদ, ৫ হিলি, ৬ বিবির বাজার, ৭ বিরল, ৮ আখাউড়া, ৯ বুড়িমারী, ১০ দর্শনা, ১১ তামাবিল, ১২ রামগড়, ১৩ নাকুগাও, ১৪ সোনাহাট, ১৫ তেগামুখ, ১৬ চিলাহাটি, ১৭ দৌলতগঞ্জ, ১৮ ভোমরা, ১৯ গোবড়াকুড়া, ২০ শেওড়া, ২১ বাল্লা, ২২ বিলোনিয়া, ২৩ ধানুয়া কামালপুর।
নদীবন্দরঃ নদীবন্দর ২১ টি। ঢাকা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, টঙ্গী, মাওয়া, বাঘাবাড়ী, পটুয়াখালী, নরসিংদী, আরিচা, নটা খোলা, দৌলতদিয়া, আশুগঞ্জ-ভৈরব বাজার, চোর-নাজাত, ভোলা, বরগুনা, মিরকাদিম, নোয়াপাড়া, ছাতক ও মেঘনাঘাট।
আন্তর্জাতিক বিমানবন্দরঃ আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
অভ্যন্তরীণ বিমানবন্দরঃ অভ্যন্তরীণ বিমানবন্দর ৭ টি, ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট।
প্রধান নদ নদীঃ মেঘনা, পদ্মা, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা ও কর্ণফুলী।

বাংলাদেশের উপজাতি সম্পর্কে পরিচিতি

বাংলাদেশের উপজাতি সম্পর্কে পরিচিতি এখন আমরা জানবো বিভিন্ন উপজাতি সম্পর্কে। বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে। এগুলো উল্লেখ করা হলো-
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ৪৫ টি।
বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ চাকমা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসংখ্যাঃ ১৫ লক্ষ ৮৬ হাজার ১৪১ জন। ২০১১ সালের অনুযায়ী।
উপজাতিঃ চাকমা, মারমা, মুরং, লুসাই, গাড়ো, পাংখই, ত্রিপুরা, সাঁওতাল, খাসিয়া, মনিপুরী, মগ, কুকি ইত্যাদি।
বিভাগঃ বাংলাদেশের বিভাগ আটটি। ঢাকা, -চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
জেলাঃ মোট জেলা ৬৪ টি।
উপজেলাঃ মোট উপজেলা ৪৯০ টি।
কেন্দ্রীয় ব্যাংকঃ বাংলাদেশ ব্যাংক
মাথাপিছু আয়ঃ ১৯০৯ মার্কিন ডলার, ২০১৯ সাল অনুযায়।

বাংলাদেশের চ্যানেল সম্পর্কে পরিচিতি

বাংলাদেশের চ্যানেল সম্পর্কে পরিচিতি গুলো চলুন জেনে নিই- 
টেলিভিশন কেন্দ্রঃ দুইটি, ঢাকা ও চট্টগ্রাম।
টেলিভিশন সম্প্রচার কেন্দ্রঃ ঠাকুরগাঁও, পটুয়াখালী, সিলেট, নাটোর, খুলনা, রংপুর, নোয়াখালী, সাতক্ষীরা, ময়মনসিংহ, কক্সবাজার, রাঙ্গামাটি, ঝিনাইদাহ ও ব্রাহ্মণবাড়িয়া এখন।
সরকারি টেলিভিশন চ্যানেলঃ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সংসদ বাংলাদেশ টেলিভিশন।
বেসরকারি বেতারঃ রেডিও ফুর্তি, রেডিও আমার, রেডিও এবিসি, রেডিও টুডে, পিপলস রেডিও, রেডিও স্বাধীন ইত্যাদি।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলঃ যমুনা টিভি, এটিএন বাংলা, বৈশাখী টিভি, বাংলাভিশন, আর টিভি, এনটিভি, চ্যানেল আই, ইসলামিক টিভি( সম্প্রচার বন্ধ করা আছে), একুশে টিভি, মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টিভি, মাছরাঙ্গা টেলিভিশন, সময় টেলিভিশন, বিজয় টিভি, চ্যানেল ২৪, একাত্তর টিভি, জিটিভি, গান বাংলা, দীপ্ত টিভি, এসএ টিভি, এশিয়ান টিভি, দেশ টিভি, দিগন্ত টিভি(বর্তমানে সম্প্রচার বন্ধ করা আছে)। সূত্র ২০২৪/০৬

বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে পরিচিতি

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান এই আর্টিকেলে এখন আমরা জানবো বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে পরিচিতি।
বাংলাদেশের-জনসংখ্যা-সম্পর্কে-পরিচিতি
মোট জনসংখ্যাঃ ১৬ কোটি ৫৫ লাখ (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)।
নারী-পুরুষ অনুপাতঃ ১০০ঃ১০৩.৩ ( এটি ২০১১ সাল অনুযায়ী)। ১০০ঃ১০০.২ (এটি ২০১৯ সাল অনুযায়ী)
গড় আয়ুঃ ৭২ বছর, এটিও ২০১৯ সাল অনুযায়ী।
জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%, ২০১৯ সাল অনুযায়ী।
জনসংখ্যার ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ১০১৫ জন, ২০১১ সাল অনুযায়ী। ১১০৩ জন, ২০১৯ সাল অনুযায়ী।
সাক্ষরতার হারঃ ৫১.৮% , ২০১১ সাল অনুযায়ী এবং ৭২.৩% অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী।
ধর্মীয় জনসংখ্যাঃ ইসলাম ৯০.৪%, হিন্দু ৮.৫%, বৌদ্ধ ০.৬%, খ্রিস্টান ০.৩%, অন্যান্য ০.১%। পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী। 
নাগরিকত্বঃ বাংলাদেশী।
জাতীয়তাঃ বাঙালি।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিচিতি

মোট বিশ্ববিদ্যালয়ঃ ১৪৮ টি। সাধারণ বিশ্ববিদ্যালয় ১৬ টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০১টি, কৃষি বিশ্ববিদ্যালয় ৫ টি, মেডিকেল বিশ্ববিদ্যালয় ৪ টি, ইসলামি বিশ্ববিদ্যালয় বেসরকারিসহ ৪ টি, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৭টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩টি, ভেটেনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় ১টি। 
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ঃ ২টি, ইসলামিক ইউনিভার্সিটি এ্যান্ড টেকনোলজি (গাজিপুর), এশিয়ান উইমেন ইউনিভার্সিটি।
কলেজঃ সাধারণ কালেজ সংখ্যা ১৮৯২টি। সাধারণ কলেজ সরকারি ৫৫৭টি। সাধারণ কলেজ বেসরকারি ১৩৩৫টি। 
মেডিকেল কলেজঃ মেডিকেল বিশ্ববিদ্যালয় ৪টি, মেডিকেল কলেজ বেসরকারিসহ ১১১ টি, ডেন্টাল কলেজ বেসরকারিসহ ৩৫ টি, হোমিওপ্যাথিক মহাবিদ্যালয় ৬২ টি। 
ক্যাডেট কলেজঃ ১২ টি, এর মধ্যে ৩ টি গার্লস ক্যাডেট কলেজ। 

বাংলাদেশ আমদানি রপ্তানি সম্পর্কে পরিচিতি 

বাংলাদেশ আমদানি রপ্তানি সম্পর্কে পরিচিতি গুলো চলুন জেনে নেওয়া যাক। 

আমদানি দ্রব্যঃ খাদ্যসামগ্রী, অপরিশোধিত তেল, শিল্পের কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রাংশ, তুলা, সার, ভোজ্য তেল, গম, বীজ, লোহা, স্টীল, ইকুইপমেন্ট।

চা বাগানঃ ১৬৬ টি।

ইপিজেডঃ সরকারি ৮ টি। বেসরকারি ১ টি। 

রপ্তানি দ্রব্যঃ তৈরি পোশাক, চা, পাট, ইলিশ।

বাংলাদেশের জলবায়ু সম্পর্কে পরিচিতি

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান এখন আমরা জনবো বাংলাদেশের জলবায়ু সম্পর্কে পরিচিতি।
ঋতুঃ বাংলাদেশের ঋতু ৬টি- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
বৃষ্টিপাত অঞ্চলঃ সর্বোচ্চ সিলেটের লালখান এবং সর্বনিম্ন নাটোরের লালপুর।
জলবায়ুঃ বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত।
গড় বৃষ্টিপাতঃ ২০৩ সেন্টিমিটার।
গড় তাপমাত্রাঃ শীতকালীন তাপমাত্রা সর্বোচ্চ ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি। গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি। 

বাংলাদেশ পথ সম্পর্কে পরিচিতি

বাংলাদেশ পথ সম্পর্কে পরিচিতি গুলো জেনে নিন-
জাতীয় মহাসড়কঃ জাতীয় মহাসড়ক ৩,৯০৬ কি.মি
আঞ্চলিক মহাসড়কঃ আঞ্চলিক মহাসড়ক ৪,৪৮৩ কি.মি
জেলা সড়কঃ ফিডার বা জেলা সড়ক ১৩,২০৭ কি.মি
রেলপথঃ রেলপথ ২,৯৫৫ কি.মি
আন্তর্জাতিক ডায়ালিং কোডঃ +৮৮০
ইন্টারনেট ডোমেইনঃ .bd ও .bangla 

শেষ কথা

পরিশেষে বলা যায় যে এই আর্টিকেল পড়ে আপনারা একটু হলেও উপকৃত হবেন বলে আমি আশা করি। আপনাদের এই আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন।  বাংলাদেশ সম্পর্কে আরও সাধারণ জ্ঞান জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। 

আগামীতে বাংলাদেশ সম্পর্কে আরও সাধারণ জ্ঞান পাবেন আলোচনাসহ ইনশাআল্লাহ্‌। তাই নিয়মিত আমাদের আর্টিকেল পড়তে ওয়েব পেজটি ফলো করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url