বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি - বিদেশ যাওয়ার এ টু জেড উপায়
বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি এই আর্টিকেলে আপনাদের মাঝে বিদেশ যাওয়ার সকল এজেন্সি ও বিদেশ যাওয়ার এ টু জেড উপায় গুলো বিস্তারিত তুলে ধরবো। আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।
সূচিপত্রঃ বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি - বিদেশ যাওয়ার এ টু জেড উপায়
- বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি
- বিদেশ গমনের বিভিন্ন উদ্দেশ্য
- সরকারি এজেন্সির বিভিন্ন প্রকারভেদ
- বিদেশ যেতে প্রয়োজনীয় নথিপত্র
- বিদেশ যেতে হলে ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষা
- সরকারি এজেন্সিগুলোর প্রয়োজনীয় ওয়েবসাইট এবং হটলাইন
- বিদেশ যেতে আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ
- বিদেশ যেতে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক পরামর্শ
- শেষ মন্তব্য
বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি
বিদেশ গমনের বিভিন্ন উদ্দেশ্য
- সামরিক ও কূটনৈতিক দায়িত্ব পালনে
- আন্তর্জাতিক সংস্থায় চাকরি হলে
- ইন্টারসিপ এবং কর্মশিক্ষার জন্য
- গবেষণা ও উদ্ভাবনের জন্য
- ক্রিয়া ও প্রতিযোগিতায়
- শিল্প-সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রে
- পর্যটন ও ভ্রমণ
- চিকিৎসা ও স্বাস্থ্য সেবার জন্য
- ব্যবসা ও বিনিয়োগ
- উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য
- চাকরি ও কর্মসংস্থানের জন্যে
- ধর্মীয় ও আধ্যাত্মিক উদ্দেশ্যে
- পরিবার পুনর্মিলন ও সাক্ষাৎ এর জন্যে
- অভিভাষণ ও স্থায়ী বসবাসের উদ্দেশ্যে
সরকারি এজেন্সির বিভিন্ন প্রকারভেদ
- শিক্ষা সংক্রান্ত সরকারি এজেন্সি
- সরকারি এজেন্সির মধ্যে চাকরি সংক্রান্ত
- অভিবাসন সংক্রান্ত সরকারি সংস্থা
- স্বাস্থ্য চিকিৎসা সংক্রান্ত সরকারি সংস্থা
- পর্যটন ও ভ্রমণ সংক্রান্ত সংস্থা
- বাণিজ্য বিনিয়োগ সংস্থা
শিক্ষা সংক্রান্ত সরকারি এজেন্সি
বিদেশি উচ্চ শিক্ষা বা প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরকারি সংস্থা সহায়তা প্রদান করে থাকে। এই সংস্থাগুলো বিভিন্ন ধরনের বৃত্তি প্রোগ্রাম শিক্ষার্থী ভিসার জন্য আবেদন প্রক্রিয়া এবং নথিপত্রের ব্যবস্থাপনা করে থাকে। যেমন-
- শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশ শিক্ষা বোর্ড ও শিক্ষাবৃত্তি সংক্রান্ত সংস্থা
সরকারি এজেন্সির মধ্যে চাকরির সংক্রান্ত
যারা বিদেশ চাকরির জন্য যেতে চান তাদের জন্য নির্দিষ্ট সরকারি সংস্থা রয়েছে। যা সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে সাহায্য করে থাকে। এই সংস্থাগুলো বিদেশি নিয়োগকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ভিসা প্রক্রিয়া সহায়তা করে থাকে। যেমন-
- ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং (বিএমইটি)
- জনশক্তি উন্নয়ন ব্যুরো
অভিবাসন সংক্রান্ত সরকারি সংস্থা
অভিবাসনের জন্য ভিসা এবং বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিবাসন সংক্রান্ত সরকারি এজেন্সি কাজ করে থাকে। অভিবাসন আইন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য এই সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। যেমন-
- ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর
স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সরকারি সংস্থা
চিকিৎসার জন্য বিদেশ গমনের প্রক্রিয়া অনেক ক্ষেত্রে জটিল হয় চিকিৎসার জন্য বিশেষ ভিসার ব্যবস্থা করতে হয় এবং প্রয়োজনীয় নথি সংগ্রহে এ ধরনের সরকারি সংস্থাগুলো সহায়তা করে থাকে। যেমন-
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
- স্বাস্থ্য অধিদপ্তর
পর্যটন ও ভ্রমণ সংক্রান্ত সংস্থা
পর্যটন বা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে পর্যটন সংক্রান্ত সরকারি সংস্থাগুলো নানান তথ্য ও নথিপত্র সংক্রান্ত সহায়তা প্রদান করে থাকে। যেমন-
- পর্যটন কর্পোরেশন
- বিদেশী মিশন ও কনস্যুলেট সেবা বিভাগ
বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা
ব্যবসা বা বিনিয়োগের উদ্দেশ্যে যারা বিদেশ যেতে চান, তাদের জন্য সরকারি সংস্থাগুলো সহায়তা প্রদান করে থাকে। ব্যবসায়িক সহযোগিতা, বিনিয়োগ সুযোগ এবং অন্যান্য সম্পর্কিত নথিপত্র প্রদানে তারা সহায়ক ভূমিকা পালন করে থাকে। যেমন-
- বাণিজ্য মন্ত্রণালয়
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)
এছাড়া আরো কয়েকটি সংস্থা রয়েছে যেমন - দূতাবাস বা কনসুলেট সেবা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, সংস্থা, সাংস্কৃতিক ও ক্রিড়া সংস্থা, নাগরিক সুরক্ষা এবং প্রতারণা প্রতিরোধ সংস্থা।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ও এর গুরুত্ব
বিদেশ যেতে প্রয়োজনীয় নথিপত্র
- পাসপোর্ট {সঠিক মেয়াদে}
- শিক্ষা সনদপত্র {এটা শিক্ষা ভিসার জন্য}
- কর্মসংস্থানের প্রমাণপত্র {চাকরি ভিসার জন্য}
- মেডিকেল রিপোর্ট {চিকিৎসার জন্য}
- ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সনদ
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
বিদেশ যেতে হলে এ সকল নথিপত্র গুলো অবশ্যই প্রয়োজন। তাই যে ক্ষেত্রে আপনি বিদেশ যাবেন এ সকল নথিপত্র গুলো ঠিকঠাক করে কাজ করবেন।
বিদেশ যেতে হলে ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষা
সরকারি এজেন্সিগুলোর প্রয়োজনীয় ওয়েবসাইট এবং হটলাইন
- হটলাইনঃ ৩৩৩
- উদ্দেশ্যঃ বিভিন্ন সরকারি তথ্য ও সেবার জন্য একক কল সেন্টার, যেখান থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে।
- ওয়েবসাইটঃ www.probashi.gov.bd
- হটলাইনঃ +৮৮০-২-৫৫০৭৩৫৩০
- উদ্দেশ্যঃ প্রবাসীদের কল্যাণ এবং অভিবাসীদের কর্মীদের সুরক্ষার জন্য সহায়তা।
- ওয়েবসাইটঃ www.educationboard.gov.bd
- হট লাইনঃ + ৮৮০-২-৯৬৬২৪১০
- উদ্দেশ্যঃ শিক্ষা সনদের প্রমাণীকরণ এবং বৈধকরণ সেবা।
- ওয়েবসাইটঃ pcc.police.gov.bd
- হটলাইনঃ +৮৮০-২-৯৩৪৫৯৬৯
- উদ্দেশ্যঃ বিদেশ ভ্রমণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদান।
- ওয়েবসাইটঃ www.moedu.gov.bd
- হটলাইনঃ +৮৮০-২-৯৫৪৫৫৬৫
- উদ্দেশ্যঃ উচ্চ শিক্ষা ও শিক্ষাবৃত্তি বিষয়ক নির্দেশনা।
- ওয়েবসাইটঃ www.bmet.gov.bd
- হটলাইনঃ ১৬১৩৪
- উদ্দেশ্যঃ বিদেশে কর্মস্থান প্রক্রিয়া প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য।
- ওয়েবসাইটঃ www.dip.gov.bd
- হটলাইনঃ +৮৮০-২-৫৫০৭৫৪১৩
- উদ্দেশ্যঃ পাসপোর্ট এবং ইমিগ্রেশন সংক্রান্ত সহায়তা।
- ওয়েবসাইটঃ www.dghs.gov.bd
- হটলাইনঃ ১৬২৬৩
- উদ্দেশ্যঃ চিকিৎসা ভিসা এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্য।
- ওয়েবসাইটঃ www.parjatan.gov.bd
- হট লাইনঃ +৮৮০-২-৫৫০০০১৩৫
- উদ্দেশ্যঃ পর্যটন সম্পর্কিত তথ্য ও পরামর্শ প্রদান।
- ওয়েবসাইটঃ www.bida.gov.bd
- হটলাইনঃ০৯৬১০৬৬৬৭৭৭
- উদ্দেশ্যঃ বিদেশে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সহায়তা।
- ওয়েবসাইটঃ www.mofa.gov.bd
- হট লাইনঃ +৮৮০-২-৯৫৬২৯৫২
- উদ্দেশ্যঃ বিদেশে নিরাপত্তা এবং কূটনৈতিক সহায়তা।
- ওয়েবসাইটঃ www.ccb.gov.bd
- হটলাইনঃ +৮৮০-২-৫৫০০৭৩৪২
- উদ্দেশ্যঃ প্রতারণা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রদান।
- ওয়েবসাইট সংসদীয় দেশের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে সাধারণ ওয়েবসাইটঃ www.embassy.gov.bd
- হটলাইনঃ নির্দিষ্ট দেশের দূতাবাসের নাম্বার।
- উদ্দেশ্যঃ প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা এবং ভিসা তথ্য।
বিদেশ যেতে আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ
বিদেশ যেতে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক পরামর্শ
- প্রথমে আপনার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। যেমন- উচ্চতর শিক্ষা, চাকরি বা কর্মসংস্থান, ব্যবসা বা বিনিয়োগ, স্থায়ী বসবাস, ভ্রমণ অভিজ্ঞতা অর্জন ইত্যাদি।
- তারপর আপনাকে নির্দিষ্ট দেশ নির্বাচন করতে হবে। দেশ নির্বাচনের ক্ষেত্রে আপনি আপনার বাজেট, উদ্দেশ্য এবং আগ্রহের উপর নির্ভর করে। যেমন জীবনযাত্রা মানের ওপর। আবহাওয়া, ভাষা, বিচিত্রতা ও সংস্কৃতি।
- বিদেশ যাওয়ার জন্য অর্থনৈতিক প্রস্তুতি নিতে হবে। প্রথমে আপনার প্রাথমিক যে খরচ টিকেট, ভিসা, আবাসন ও বিমা ইত্যাদির জন্য। তারপরে জীবনযাত্রা ব্যায়ের জন্য এরপরে বীমা বা স্বাস্থ্য সেবার জন্য।
- অভিবাসন প্রক্রিয়া ও ভিসা প্রয়োজন হলে। অভিবাসনের নিয়মে প্রক্রিয়ার মধ্যে রয়েছে ভিসার ধরন যেমন স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, টুরিস্ট ভিসা ইত্যাদি। আবার ভিসা পেতে নথিপত্র, পাসপোর্ট, আর্থিক সাপোর্ট, প্রমাণ শিক্ষাগত, চাকরি তথ্য ইত্যাদি। এরপরে আবেদন প্রক্রিয়ার সময়কাল ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় যে এটি পেতে কত সময় লাগবে তা জানা।
- সাংস্কৃতিক এবং মানসিক প্রস্তুতি নিতে হবে বা এটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কেননা বিভিন্ন দেশে সংস্কৃতির পার্থক্য থাকে এবং স্থানীয় ভাষা থাকে এক্ষেত্রে আপনাকে সেই ভাষা বা সংস্কৃতির ক্ষেত্রে মানসিক প্রস্তুতি নিতে হবে।
- সামাজিক ও পারিবারিক সমর্থন থাকতে হবে। কেননা আপনি বিদেশ যাওয়ার আগে তারা আপনার মনবল কে দৃড় করবে ও মানসিক স্থিরতা বাড়াতে আপনাকে সাহায্য করবে।
- আইনগত নিয়মাবলী মেনে চলা, যে দেশে যাবেন সে দেশের স্থানীয় আইন ও সামাজিক আইন রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। ট্যাক্স ও কর নিয়ম অনুযায়ী আপনাকে দিতে হবে।
- স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। আপনার স্বাস্থ্য বীমা এবং প্রয়োজনের চিকিৎসা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে।
- বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে হলে আপনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। যেমন নাগরিকত্ব স্থায়ী বসবাসের সুবিধা পাওয়ার একটা সুযোগ, আবার ব্যক্তিগত এবং পারিবারিক স্বার্থ সংরক্ষণ করা।
জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url