কাঠে ঘুন পোকা মারার উপায় - কোন কাঠে ঘুন ধরে না

কাঠে ঘুন পোকা মারার উপায় - কোন কাঠে ঘুন ধরে না এই আর্টিকেলে এখন আপনারা ঘুন পোকা মারার বিভিন্ন কৌশল বা পদ্ধতি এবং কোন ধরনের কাঠ গুলোতে সহজে ঘুন ধরে না সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বা আলোচনা করা হবে।

কাঠে-ঘুন-পোকা-মারার-উপায়কাঠে ঘুন পোকা সহজে মরে না, তাই আপনাদের মাঝে আমি ঘুন পোকা মারা সহজ কিছু কৌশল এই প্রবন্ধে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন, যেন ঘুন পোকা সহজে মেরে ফেলতে পারেন।

সূচিপত্রঃ কাঠে ঘুন পোকা মারার উপায় - কোন কাঠে ঘুন ধরে না

কাঠে ঘুন পোকা মারার উপায়

কাঠে ঘুন পোকা মারার উপায়, চলুন এ সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেই। কাঠে ঘুন পোকা মারার উপায় এই আর্টিকেলে ঘুন পোকা মারার উপায় এর পাশাপাশি কোন কাঠে ঘুন ধরে না এ বিষয় সম্পর্কেও আলোচনা করা হবে। নিম্নে কাঠে ঘুন পোকা মারার বিভিন্ন উপায় আলোচনা করা হলো।

যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে

  • কীটনাশকের ব্যবহার
  • গরম পানি এবং সাবান
  • তেল জাতীয় দ্রব্য
  • বোরিক অ্যাসিড
  • কাঠ শোধন প্রক্রিয়া
  • ভ্যাকুয়াম সিলিং পদ্ধতি
  • নিয়মিত পরিষ্কার

  • কীটনাশকের ব্যবহার- বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে কাঠের ঘুন পোকা নিয়ন্ত্রণ করা যায়। বাজারে বিভিন্ন ধরনের বোরার কীটনাশক পাওয়া যায়। কীটনাশক স্প্রে করার আগে নির্দেশিকা পড়ে নেওয়া উচিত এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
  • গরম পানি এবং সাবান- গরম পানি এবং সাবান মিশ্রিত করে একটি স্প্রে বোতলে নিয়ে এরপর এই মিশ্রণটি কাঠের আক্রান্ত স্থান স্প্রে করুন। গরম পানির তাপে এবং সাবানের রাসায়নিক প্রভাবে  ঘুন পোকারা মারা যেতে থাকে।
  • তেল জাতীয় দ্রব্য- নিম তেল, ল্যাভেন্ডার তেল বা ইউক্যালিপটাস তেল কাঠে স্প্রে করলে ঘুন পোকারা পালিয়ে যায়। ঘুন প্রকার প্রজনন কমানোর জন্য এটি বিশেষভাবে কার্যকরী।
  • বোরিক অ্যাসিড- বোরিক অ্যাসিড একটি কার্যকরী কীটনাশক, যা ঘুন পোকার জন্য অনেক বিষাক্ত। এটি কাঠের আক্রান্ত স্থানে প্রয়োগ করা যায়।
  • কাঠ শোধন প্রক্রিয়া- কাঠকে যদি হিট ট্রিটমেন্ট বা মাইক্রোওয়েভ ট্রিটমেন্ট এর মাধ্যমে শোধন করা যায়। উচ্চ তাপমাত্রায় ঘুন পোকার ডিম এবং লার্ভা নষ্ট হয়ে যায়।
  • ভ্যাকুয়াম সিলিং পদ্ধতি- ভ্যাকুয়াম সিলিং পদ্ধতিতে কাঠকে এমন স্থানে রাখা হয় যেখানে অক্সিজেন থাকে না, এই পদ্ধতিতে ঘুন পোকারা দ্রুত মারা যায়। কারণ তারা অক্সিজেনের অভাবে টিকে থাকতে পারে না।
  • নিয়মিত পরিষ্কার- কাঠের জিনিসপত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ঘুন পোকার বাসা বাধা থেকে প্রতিরোধ করতে পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখার গুরুত্ব অপরিসীম।
উপরিক্ত এই উপায় গুলো ঘুন প্রতিরোধে অনেক সহায়তা করে থাকে।

কোন কাঠে ঘুন ধরে না

কোন কাঠে ঘুন ধরে না, কিছু বিশেষ ধরনের কাঠ রয়েছে যেগুলোতে ঘুন ধরা সম্ভব নয়। এসব কাঠের ঘনত্ব, প্রাকৃতিক এবং রাসায়নিক উপাদান ঘুন পোকার জন্য প্রতিরোধ হিসেবে কাজ করে থাকে। নিম্নে কোন কাঠে ঘুন ধরে না এ সম্পর্কে আলোচনা করা হলো।

  • সেগুন কাঠে ঘুন ধরে না। কেনোনা এ কাঠে প্রাকৃতিক তেল এবং রজন থাকে, যা ঘুন পোকার জন্য বিরক্তিকর।
  • নিম কাঠে প্রাকৃতিক কীটনাশক বৈশিষ্ট্য রয়েছে, তাই নিম কাঠে ঘুন ধরে না।
  • সিডার কাঠে প্রাকৃতিক তেল থাকে, তাই এই কাঠেও ঘুন ধরে না।
  • মাহগনি কাঠের ঘনত্ব বেশি এবং এটি অত্যন্ত টেকসই, তাই সহজে এই কাঠে ঘুন ধরে না।
  • ওক কাঠ খুবই শক্ত এবং ঘন, এর মধ্যে প্রাকৃতিক ট্যানিন রয়েছে। তাই এই কাঠে সহজে ঘুন ধরে না।
  • আকাসিয়া কাঠ খুবই মজবুত এবং ঘন হাওয়ায়, এ কাঠও ঘুন প্রতিরোধী।
  • শিশু কাঠ ঘন এবং এতে প্রাকৃতিক তেল বিদ্যমান রয়েছে, তাই এ কাঠেও সহজে ঘুন ধরে না।
  • ওয়ালনাট কাঠ ঘুন প্রতিরোধী, কেনোনা এই কাঠের ঘনত্ব বেশি।
  • আইপ কাঠ বা লোহ কাঠের ঘনত্ব অত্যন্ত বেশি ও শক্ত। এর ঘনত্বের কারণে ঘুন পোকা আক্রমণ করতে পারে না।
  • পাইন কাঠে প্রাকৃতিক রজন থাকে, যার কারণে এটি ঘুন পোকা প্রতিরোধ করে থাকে।
উপরে বর্ণিত এ সকল কাঠগুলো ঘুন প্রতিরোধী। তাই আপনি যদি কোন ঘরের আসবাবপত্র ও অন্যান্য কাজ করতে চান, তাহলে এ সকল কাঠ ব্যবহার করতে পারেন।

ঘুন পোকা মারার ১০ টি নতুন পদ্ধতি

ঘুন পোকা মারার ১০ টি নতুন পদ্ধতি চলুন এ বিষয় সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেওয়া যাক। কাঠে ঘুন পোকা মারার উপায় এই আর্টিকেলে আমরা শুধু ঘুন পোকা মারার উপায় নয় বরং কোন কাঠে ঘুন ধরে না সে সকল বিষয় সম্পর্কেও আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লাগবে। নিম্নে এ বিষয় সম্পর্কে তুলে ধরা হলো।
কাঠে-ঘুন-পোকা-মারার-উপায়
১০ টি নতুন পদ্ধতি

  • লেবুর রস এবং মেহগনি তেল মিশ্রণ
  • মোমবাতির গরম মোম ব্যবহার
  • সোডা এবং পানি মিশ্রণ
  • গরম বাতাস ব্যবহার
  • ধুপ বা ধোয়া ব্যবহার
  • নিমপাতা এবং গুঁড়া
  • অ্যালকোহল স্প্রে
  • অ্যাসেটোন স্প্রে
  • ভিনেগার স্প্রে
  • লবঙ্গের তেল

লেবুর রস এবং মেহগনি তেল মিশ্রণ- লেবুর রস এবং মেহগনি তেল মিশিয়ে কাঠের ওপর প্রয়োগ করলে এটি ঘুন পোকার জন্য ক্ষতিকারক পরিবেশ তৈরি করে থাকে। এই মিশ্রণটি কাঠের ছিদ্র গুলোতে প্রবেশ করে ঘুন পোকাকে মেরে ফেলা যায় খুব সহজেই।

মোমবাতির গরম মোম ব্যবহার- মোমবাতির গরম মোম কাঠের ছিদ্র গুলোতে ঢেলে দিন, এর ফলে গরম মোম ঘুন পোকাকে মেরে ফেলে এবং ছিদ্রগুলো বন্ধ করে দেয়।

সোডা এবং পানি মিশ্রণ- সোডা [বেকিং সোডা] এবং পানি মিশিয়ে কাঠের আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে। এ কাজ করলে ঘুন পোকাদের শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং পোকা গুলো মরে যায়।

গরম বাতাস ব্যবহার- গরম বাতাস [হেয়ার ডায়ার বা হিট গান] কাঠের আক্রান্ত স্থানে প্রয়োগ করলে ঘুন পোকার ডিম এবং লার্ভা খুব সহজেই মরে যায়। ঘুন পোকা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারেনা, এটি তাদের জন্য ক্ষতিকারক।

ধুপ বা ধোয়া ব্যবহার- ধুপ বা ধোয়া ব্যবহার করে কাঠের আশেপাশের ঘুন পোকাকে মেরে ফেলা যায়। ঘুন পোকারা ধোয়া সহ্য করতে পারে না ফলে এরা পরিবেশ থেকে পালিয়ে যায়।

নিমপাতা এবং গুঁড়া- নিম পাতার গুঁড়ো বা নিম তেল কাঠের আক্রান্ত স্থানে প্রয়োগ করলে এটি ঘুন পোকাদের দূরে রাখে। কেনোনা নিমের গন্ধ তাদের সহ্য হয়না এবং নিমের রাসায়নিক পদার্থ ঘুন পোকাদের জন্য ক্ষতিকর।

অ্যালকোহল স্প্রে- ৯০% অ্যালকোহল মিশ্রণ করে কাঠের আক্রান্ত স্থানে স্প্রে করলে ঘুন পোকা সহজেই মরে যায়। এটি পোকা কে দ্রুত মেরে ফেলে এবং তাদের বংশবিস্তার রোধ করতে বিশেষ ভূমিকা রাখে।

অ্যাসেটোন স্প্রে- অ্যাসেটোন স্প্রে কাঠে প্রয়োগ করলে ঘুন পোকার শরীরে প্রবেশ করে এবং দ্রুত তাদের মেরে ফেলতে পারে। তবে ব্যবহার করার সময় সতর্ক থাকুন কারণ অ্যাসেটোন দাহ্য পদার্থ।

ভিনেগার স্প্রে- সাদা ভিনেগার এবং পানি সমপরিমাণে মিশিয়ে স্প্রে তৈরি করুন। এটি কাঠের আক্রান্ত স্থানে স্প্রে করুন। ভিনেগার ঘুন পোকার জন্য অনেক বিরক্তিকর এবং এটি পোকা একদম সহ্য করতে পারে না।

লবঙ্গের তেল- লবঙ্গ তেল কাঠে প্রয়োগ করলে এটি ঘুন পোকার জন্য প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে।এই লবঙ্গ তেলে উপস্থিত রাসায়নিক গুন, ঘুন পোকার জন্য বেশ ক্ষতিকর।

উপরোক্ত এই নতুন পদ্ধতি গুলো থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন।

ঘুন পোকা মারার ঘরোয়া টিপস

ঘুন পোকা মারার ঘরোয়া টিপস এ বিষয়টি এখন আপনাদের মাঝে তুলে ধরা হবে। কাঠে ঘুন পোকা মারার উপায় এই আর্টিকেলে এখন আমরা জানবো ঘুন পোকা মারার ঘরোয়া টিপসগুলো। নিম্নে ঘরোয়া টিপসগুলো তুলে ধরা হলো।

ঘুন পোকা মারার ঘরোয়া টিপস

  • অলিভ অয়েল ভিনেগার মিশ্রণ
  • লেবুর রস ও বেকিং সোডা
  • লবণ এবং পানি মিশ্রণ
  • তেজপাতার পাউডার
  • বোরিক অ্যাসিড
  • রসুনের পেস্ট

  • অলিভ অয়েল ভিনেগার মিশ্রণ- অলিভ অয়েল ও ভিনেগার মিশিয়ে কাঠে লাগান, এটি ঘুন পোকার শরীরে প্রবেশ করে তাদের দুর্বল করে দেয়।
  • লেবুর রস ও বেকিং সোডা- লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন, এই পেস্ট কাঠের আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। লেবুতে থাকা অ্যাসিড এবং বেকিং সোডা ঘুন পোকার জন্য অতি বিষাক্ত।
  • লবণ এবং পানি মিশ্রণ- লবণ ও পানি মিশিয়ে কাঠের আক্রান্ত স্থানে স্প্রে করুন। লবণ ঘুন পোকার শরীর থেকে পানি শোষণ করে এবং তাদের মেরে ফেলতে সাহায্য করে থাকে।
  • তেজপাতার পাউডার- তেজপাতার পাউডার কাঠেতে ছিটিয়ে দিন তেজপাতার গন্ধ ঘুন পোকার জন্য  বিরক্তকর এবং তাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা রাখে।
  • বোরিক অ্যাসিড- বোরিক অ্যাসিড পাউডার এমন একটি শক্তিশালী কীটনাশক যা ঘুন পোকাদের শরীরে পানির ভারসাম্য নষ্ট করে ফেলে এবং খুব সহজেই ঘুন পোকা মেরে ফেলে।
  • রসুনের পেস্ট- কিছু রসুনের কুয়া নিয়ে পেস্ট তৈরি করুন এবং কাঠের আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। রসুনের গন্ধ এবং এর রাখুন রাসায়নিক উপাদান ঘুন পোকার জন্য অনেক ক্ষতিকর।

এভাবে আপনি ঘরোয়া টিপসগুলো অনুসরণ করে খুব সহজেই ঘুন পোকার উপদ্রব কমাতে পারেন। সেই সাথে ঘুন পোকাকে খুব সহজেই মেরে ফেলতে পারেন।

কাঠে ঘুন পোকা মারার সহজ উপায়

কাঠে ঘুন পোকা মারার সহজ উপায় এ বিষয়টি এখন আমরা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো।কাঠে ঘুন পোকা মারার সহজ কিছু উপায় সম্পর্কে আমাদের যদি জানা থাকে তাহলে খুব সহজেই আমরা যে কোন কাঠের ঘুন পোকা মারতে পারবো। নিম্নে কাঠে ঘুন পোকা মারা সহজ উপায় উল্লেখ করা হলো।
কাঠে-ঘুন-পোকা-মারার-সহজ-উপায়

  • ভিনেগার এবং লেবুর রস মিশিয়ে কাঠের আক্রান্ত স্থানে স্প্রে করলে সহজে ঘুন পোকা মারা যায়।
  • নিমপাতার তেল আক্রান্ত স্থানে প্রয়োগ করলে ঘুন পোকা সহজেই মরে যায়।
  • গরম পানি এবং সামান্য সাবান মিশিয়ে কাঠে স্প্রে করলে ঘুন সহজে মারা যায়।
  • লবঙ্গ তেল কাঠের ছিদ্র স্থানে প্রয়োগ করলে ঘুন মরে যায়।
  • লবণ পানি দিয়ে ঘুন প্রকার শরীরে স্প্রে করলে তা মরে যায়।
  • গরম বাতাস প্রয়োগ করলে ঘুন পোকা সহজেই মরে যায়।
  • বোরিক অ্যাসিড পাউডার কাঠের আক্রান্ত স্থানে ছিটিয়ে দিলে সহজেই ঘুন পোকা মরে যায়।
  • ৭০% বা তার বেশি অ্যালকোহল কাঠের আক্রান্ত স্থানে স্প্রে করলে ঘুন পোকা মরে যায়।
  • টারপেনটাইন তেল কাঠে প্রয়োগ করলে এটি ঘুন পোকা মারার জন্য সহজপন্থা।
উপরে বর্ণিত এই সহজ উপায় গুলো আপনি মেনে চললে খুব সহজেই ঘুন পোকা মারা সম্ভব।

জেনে নিন কোন ধরনের কাঠে ঘুন ধরে না

জেনে নিন কোন ধরনের কাঠে ঘুন ধরে না এ বিষয় সম্পর্কে বিস্তারিত। কাঠে ঘুন পোকা মারার উপায় এই আর্টিকেলে এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কিছুই বিস্তারিত জানলেন। চলুন এখন জেনে নেই কোন ধরনের কাঠ গুলোতে ঘুন ধরে না।

  • শিশু কাঠ ঘন এবং কঠিন প্রকৃতির, যা ঘুন পোকার আক্রমণ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। এই কাঠে প্রাকৃতিক তেল থাকে, যা ঘুন পোকার জন্য বিরক্তিকর। তাই এ ধরনের কাঠে কখনো ঘুন ধরে না।
  • মাহগনি বা মেহগনি কাঠের উচ্চ ঘনত্ব এবং প্রাকৃতিক প্রতিরোধক গুণাগুণ আছে। যা ঘুন পোকার আক্রমণ থেকে রক্ষা করে থাকে। এছাড়া এটি টেকসই এবং আদ্রতা ও প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
  • আকাশিয়া কাঠ খুবই কঠিন এবং ঘন হওয়ার কারণে, ঘুন পোকারা সহজে এটি আক্রমণ করতে পারে না। এর তেল ঘুন পোকা দূর করতে বিশেষভাবে কার্যকরী।
  • নিম কাঠ প্রাকৃতিক কীটনাশক বৈশিষ্ট্য থাকে, যা ঘুন পোকারা সহ্য করতে পারে না, এটা অনেক ক্ষেত্রে প্রাকৃতিক কীটনাশকেও ব্যবহৃত হয়ে থাকে।
  • ওয়ালনাট কাঠ ঘন এবং মজবুত হওয়ার কারণে ঘুন প্রকার আক্রমণ সম্ভাবনা কম থাকে। এই কাঠ গুলো ঘুন প্রতিরোধী হয়ে থাকে। এই কাঠ আসবাবপত্র তৈরীর জন্য আদর্শ।
  • পাইন কাঠে প্রাকৃতিকভাবে রেজিন থাকে, যা ঘুন পোকার আক্রমণ বিশেষভাবে প্রতিরোধ করে থাকে। তবে এটা আদ্রতা থেকে সুরক্ষিত রাখলে ঘুন পোকা এটি সহজে আক্রমণ করতে পারবে না।
  • ওক কাঠ অনেক শক্তিশালী এবং ঘন হওয়ার জন্য ঘুন পোকা এতে লাগতে পারে না। ওক কাঠে প্রাকৃতিক ট্যানিন থাকে যা ঘুন পোকাকে দূরে রাখে।
  • সিডার কাঠে প্রাকৃতিক তেল থাকে, ফলে আক্রমণ থেকে রক্ষা পায় সিডার কাঠ। এই কাঠ ঘুন পোকার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে থাকে।
মূলত এ সকল বা এ ধরনের কাঠে ঘুনের আক্রমণ হয় না। এ ধরনের কাঠে নিজে থেকেই ঘুন প্রতিরোধী ব্যবস্থা রয়েছে।

ঘুন পোকা মারার সময় সর্তকতা

ঘুন পোকা মারার সময় সর্তকতা অবলম্বন করা উচিত। কেননা আমরা যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আবার নানা রকম সমস্যা হতে পারে, সেটা পরিবেশেরই হোক কিংবা মানুষেরই হোক বা অন্যান্য জীবজন্তুরই হোক না কেন। তাই আমাদের সব সময় এগুলো ব্যবহারের পূর্বে সতর্ক থাকা উচিত।

পোকা নিয়ন্ত্রণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করার আগে পরিবেশগত ও সার্থকতা প্রভাব বিবেচনা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যেন কোনো ক্ষতির দিকে না যায়। আমাদের সবকিছু মাথায় রেখে সতর্কতার সহিত কাজ করে যাওয়া অতি উত্তম।

শেষ কথা

পরিশেষে বলা যায় যে উপরিক্ত আলোচনা হতে, ঘুন পোকা মারার এ সকল উপায় ও বিভিন্ন নতুন পদ্ধতি এবং সেই সাথে কোন কাঠে এবং কোন ধরনের কাঠের ঘুন ধরে না সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। 

উপরের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি সহজেই ঘুন পোকা প্রতিরোধ করতে পারবেন। পাশাপাশি ঘুন পোকা মারতেও পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url