সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ - একটি সম্পূর্ণ গাইড

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ এই আর্টিকেলে আপনি জানতে পারবেন বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভিসা অনলাইনে চেক করার প্রক্রিয়া। বর্তমানে ভিসার স্ট্যাটাস, মেয়াদ ও অন্যান্য বিবরণ অনলাইনে সহজে যাচাই করা যায়।

সৌদি-আরব-ভিসা-চেক-অনলাইন-বাংলাদেশসৌদি আরবের ভিসা চেক করার সিস্টেমটি বাংলাদেশের নাগরিকদের জন্য এখন মূলত অনেক সহজ এবং সুবিধাজনক। এটি একটি অনলাইনে ভিসার অবস্থান ও অন্যান্য তথ্য যাচাইয়ের একটি পদ্ধতি। এই আর্টিকেলে আমরা আপনাকে ধাপে ধাপে গাইড করব কিভাবে অনলাইনে ভিসা চেক করা যায়।

পেজ সূচিপত্রঃ সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ - একটি সম্পূর্ণ গাইড

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ এই আর্টিকেলে আপনি খুব সহজেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। অনলাইন থেকে আপনি যেকোনো সময় এ কাজটি করতে পারবেন। এখানে আপনি নিজে নিজেই ভিসা চেক করতে পারবেন এবং এর জন্য অন্য কাউকে নির্ভর করতে হবে না।

ভিসার মেয়াদ বাড়ানো, বিভিন্ন স্ট্যাটাস, ভিসার অন্যান্য বিবরণ এ সকল কিছুই এখন অনলাইনে যাচাই করা যায়। এ সকল কাজ করতে হলে কয়েকটি ধাপ রয়েছে যেগুলো সম্পন্ন করলে আপনি সবকিছু জানতে পারবেন। এই আর্টিকেলে আপনারা সৌদি আরব ভিসা চেক বাংলাদেশ অনলাইন এর মাধ্যমে যা কিছু করতে হয় সকল কিছু বিস্তারিত আলোচনা করা হবে।

কেন গুরুত্বপূর্ণ সৌদি আরব ভিসা চেক

কেন গুরুত্বপূর্ণ সৌদি আরব ভিসা চেক সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ এই প্রবন্ধে আপনি এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কেন এটি এত গুরুত্বপূর্ণ তা নিম্নে তুলে ধরা হলো।

ভিসার স্ট্যাটাস চেক করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা এটি আপনাকে জানান দেয় আপনার ভিসা বৈধ আছে কিনা, মেয়াদ কবে শেষ হবে এবং আপনার আবাসন বা কাজের অনুমোদন বৈধ আছে কিনা। বিশেষ করে যদি আপনি কাজের জন্য বা যারা কাজের জন্য সৌদি আরবে অবস্থান করছেন তাদের জন্য নিয়মিত ভিসা স্ট্যাটাস চেক করা অপরিহার্য একটি বিষয়।

ভিসা চেক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

ভিসা চেক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জানা দরকার। কেননা আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস যদি না জানেন, তাহলে আপনি কখনোই ভিসা চেক করতে পারবেন না। সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ এ আর্টিকেলে নিম্নে এ বিষয়টি তুলে ধরা হলো।

সৌদি আরব ভিসা চেক করতে গেলে আপনাকে কিছু অবশ্যই তথ্য বা ডকুমেন্টের প্রয়োজন হবে। যেমন-
  • ভিসা নাম্বার
  • পাসপোর্ট নাম্বার
  • ইকামা নাম্বার (এটা যদি থাকে)

ভিসা চেক করার জন্য বিভিন্ন পদ্ধতি সৌদি আরব

ভিসা চেক করার বিভিন্ন পদ্ধতি সৌদি আরব এখানে আমরা ভিসা চেক করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানবো। সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ এই প্রবন্ধে এখন এ বিষয়টি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরা হলো।
ভিসা-চেক-করার-জন্য-বিভিন্ন-পদ্ধতি-সৌদি-আরব
সৌদি আরব ভিসা চেক করতে হলে কয়েকটি পদ্ধতি বা প্ল্যাটফর্ম বা মাধ্যম রয়েছে। এ সকল প্লাটফর্মের মাধ্যমে আপনি খুব সহজেই ভিসা চেক করতে পারেন। সৌদি আরবে কয়েকটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম রয়েছে ভিসা চেক করার জন্য। নিম্নে তা উল্লেখ করা হলো।

আবশির প্ল্যাটফর্ম
আবশির প্ল্যাটফর্ম সৌদি আরবের একটি সরকারি প্ল্যাটফর্ম। এটা মূলত নাগরিকদের এবং প্রবাসীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে চলছে। এর মাধ্যমে আপনি ভিসা স্ট্যাটাস চেক করতে পারেন খুব সহজেই।

মুআবনা প্ল্যাটফর্ম
মুআবনা প্ল্যাটফর্ম বিশেষ করে ভিসা চেক করার জন্য ব্যবহার করা হয়। এটি খুব সহজ এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয়।

ভিসা চেক করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন

ভিসা চেক করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ এই আর্টিকেলে আপনারা এই বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। সৌদি আরবে ভিসার স্ট্যাটাস এবং মেয়াদ চেক করার জন্য দুটি জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। একটি হলো আবশির ( Absher ) অন্যটি হলো মুআবনা ( Muqeem )। নিম্নে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বর্ণনা দেওয়া হলো।

আবশির
আবশির সৌদি আরবের ইন্টারনাল মন্ত্রণালয়ের অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন। এটি সৌদি নাগরিক এবং প্রবাসীদের জন্য অনেক ধরনের সেবা প্রদান করে থাকে। যার মধ্যে ভিসা চেক ও নবায়ন অন্যতম একটি বিষয়।

ব্যবহারের কয়েকটি ধাপ
  • ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে আবশির অ্যাপ।
  • যদি আপনার আবশির অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • লগ ইন করার পর মেনুতে মাই সার্ভিস অপশনটিতে যাবেন। এরপর ভিসা স্ট্যাটাস বা রেসিডেন্ট সার্ভিস নির্বাচন করবেন।
  • ভিসা তথ্যে, আপনি আপনার ভিসার বিভিন্ন স্ট্যাটাস। মেয়াদ এবং বৈধতা দেখতে পাবেন।

মুআবনা
মুআবনা অ্যাপ্লিকেশন সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের জাওয়াজাত অফিশিয়াল একটি অ্যাপ। যা প্রবাসীদের জন্য নির্দিষ্ট সেবা প্রদান করে থাকে। এটি ব্যবহার করে ভিসার মেয়াদ ও স্ট্যাটাস এবং অন্যান্য তথ্য সহজে চেক করা যায়।

যেভাবে ব্যবহার করবেন
  • ডাউনলোড করুন মুআবনা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে।
  • লগ ইন প্রথমবার ব্যবহারের জন্য অ্যাকাউন্ট তৈরি করুন এবং তারপর লগ ইন করুন।
  • মেনু থেকে ভিসা স্ট্যাটাস বা ভিসা ভ্যালিডেটি( Visa Validity ) অপশনটি নির্বাচন করুন।
  • আপনার পাসপোর্ট নাম্বার বা ই-কামার নাম্বার প্রদান করুন। অ্যাপটি আপনার ভিসার স্ট্যাটাস এবং মেয়াদের তথ্য প্রদর্শন করবে।

ভিসার মেয়াদ চেক ও নবায়নের প্রক্রিয়াগুলো

ভিসার মেয়াদ চেক ও নবায়নের প্রক্রিয়াগুলো জানা আবশ্যক। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসার মেয়াদ চেক করা এবং প্রয়োজন অনুযায়ী নবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়মিত ভিসার মেয়াদ পরীক্ষা করার মাধ্যমে আপনি আপনার অবস্থানের বৈধতা নিশ্চিত করতে পারবেন। 

এছাড়া ভিসার মেয়াদ শেষ হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা নবায়ন করা আবশ্যকীয়। নিম্নে ভিসার মেয়াদ চেক ও নবায়নের ধাপগুলো উল্লেখ করা হলো।

ভিসার মেয়াদ চেক করার পদ্ধতি
ভিসার মেয়াদ চেক করার জন্য দুটি প্রধান অনলাইন প্লাটফর্ম রয়েছে আবশির এবং মুআবনা, সহজে ভিসার স্ট্যাটাস ও মেয়াদ চেক করা যায়।

আবশির প্ল্যাটফর্মের মাধ্যমে চেক করার পদ্ধতি
  • ওয়েব সাইটে লগইন করুন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে প্রথমে নিবন্ধন করতে হবে।
  • আপনার প্রোফাইলে গিয়ে ভিসা স্ট্যাটাস বা রেসিডেন্ট সার্ভিস অপশনটি নির্বাচন করতে হবে।
  •  ভিসার মেয়াদ ও বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন।

মুআবনা প্ল্যাটফর্মের মাধ্যমে চেক করার পদ্ধতি
  • মুআবনা ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • আপনার পাসপোর্ট নাম্বার বা ই-কামার নাম্বার প্রবেশ করান।
  • চেক অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার ভিসার মেয়াদ এবং স্ট্যাটাস দেখতে পাবেন।

ভিসার মেয়াদ নবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি
আপনার ভিসার মেয়াদ শেষ হলে হয়ে গেলে তা নবায়ন করা আবশ্যক। তা না হলে আপনার অবস্থান অবৈধ করতে পারে। নবায়ন প্রক্রিয়ার জন্য কিছু প্রয়োজনে ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে।

  • পাসপোর্ট এর কপি।
  • ই-কামা নাম্বার, যদি থাকে।
  • স্পন্সরের অনুমতি, যদি প্রযোজ্য হয়।
  • মেডিকেল চেকআপ রিপোর্ট (কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে)।

ভিসার মেয়াদ নবায়নের ধাপসমূহ
ভিসার মেয়াদ নবায়নের জন্য আবশির বা মুআবনা প্লাটফর্ম ব্যবহার করা যায়। নিম্নে ধাপগুলো দেওয়া হলো-

আবশির
  • অ্যাকাউন্ট লগ ইন করুন।
  • রিনিউয়াল সার্ভিস সেকশনে যান।
  • প্রয়োজনে তথ্য ডকুমেন্টের আপলোড করে রিনিউ অপশনটি সিলেক্ট করুন।
  • নির্দিষ্ট ফি পরিশোধ করুন এবং নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করুন
মুআবনা
  • মুআবনা ওয়েবসাইটে প্রবেশ করেন এবং নিবন্ধিত অ্যাকাউন্ডে লগইন করুন।
  • ভিসা রিনিউয়াল বা ই-কামা অপশনটি নির্বাচন করুন। 
  • প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করুন।
  • নবায়নের ফি পেমেন্ট করুন এবং ফি জমা হওয়ার পর নবায়ন সম্পন্ন হবে।

নবায়ন প্রক্রিয়া সাধারণ সমস্যার সমাধান
ভিসা নবায়নের সময় কিছু সাধারণ সমস্যা হতে পারে। যেমন ডকুমেন্টস আপলোড না হওয়া, ওয়েবসাইটে লগ ইন অসুবিধা, ফি জমা দিতে সমস্যা। এ ধরনের সমস্যার সমাধানে

  • ইন্টারনেট সংযোগ যাচাই করুন।
  • প্রয়োজন হলে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন।
  • পেমেন্ট সমস্যা হলে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

নবায়ন পরবর্তী কি করণীয়
ভিসা নবায়নের পর আপনার তথ্য সংরক্ষণ করুন। এছাড়া নিয়মিত চেক করুন যে আপনার নবায়িত ভিসার মেয়াদ যথাযথ আপডেট হয়েছে কিনা। কোন ভুল তথ্য থাকলে তা সংশোধনের জন্য দ্রুত পদক্ষেপ নিন।

ভিসা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান সমূহ

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অনেক সময় ভিসা সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হয়।যেমন ভিসা স্ট্যাটাস সঠিকভাবে দেখা না যাওয়া, ভিসার মেয়াদ নবায়নের জটিলতা, পেমেন্টের সমস্যা সহ আরো অনেক কিছু। এসব সাধারণ সমস্যার সমাধানের জন্য নিম্নে কিছু পরামর্শ ও করণীয় দেওয়া হলো।
ভিসা-সংক্রান্ত-সাধারণ-সমস্যার-সমাধান-সমূহ
ভিসা স্ট্যাটাস চেক করতে সমস্যা হওয়া
অনেক সময় ইন্টারনেট বা সার্ভিস সমস্যার কারণে আবশির বা মুআবনা প্লাটফর্মে ভিসা চেক করা যায় না। এই ক্ষেত্রে-
সমাধানঃ
  • ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন এবং ভালো মানের ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করুন।
  • ওয়েব সাইট বা অ্যাপটি পুনরায় রিফ্রেশ করুন বা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
  • সমস্যা অব্যাহত থাকলে আবশির বা মুআবনা কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।

ভুল তথ্য প্রদর্শিত হওয়া
কিছু ক্ষেত্রে আপনার ভিসা স্ট্যাটাসে ভুল তথ্য প্রদর্শিত হতে পারে। এর ফলে আপনি সঠিক স্ট্যাটাস জানতেও সমস্যার সম্মুখীন হতে পারেন।

সমাধানঃ
  • আবশির বা মুয়াবনা প্রোফাইলে গিয়ে আপনার সব তথ্য যাচাই করুন।
  • যদি সমস্যা থেকে যায়, তবে সরাসরি জাওয়াজাত অফিস বা কাস্টমার সাপোর্ট - এ যোগাযোগ করুন এবং তাদেরকে বিষয়টি জানিয়ে সাহায্য নিন।

পেমেন্ট সমস্যায় পড়া
ভিসার নবায়ন ফি জমা দিতে গিয়ে অনেক সময় পেমেন্ট সমস্যা দেখা দিতে পারে। এটি মূলত ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে হয়ে থাকে।

সমাধানঃ
  • প্রথমে ব্যাংক একাউন্ট ব্যালেন্স এবং ব্যাংকের নেটওয়ার্ক ঠিক আছে কিনা তা যাচাই করে নিন।
  • যদি অনলাইন পেমেন্ট ব্যর্থ হয়, তবে ব্যাংকের কাস্টমার কেয়ার বা কার্ড সার্ভিসে যোগাযোগ করুন।
  • ভিসা নবায়নের জন্য প্রয়োজনে বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন। যেমন পেমেন্ট অ্যাপ বা সরাসরি ব্যাংকে গিয়ে ফি জমা দিন।

ই-কামা বা ভিসার মেয়াদ চেক করতে না পারা
অনেক সময় ই-কামার মেয়াদ চেক করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এর কারণ হতে পারে সিস্টেম বা সার্ভার ইস্যু।

সমাধানঃ
  • ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা যাচাই করুন এবং পরে আবার চেষ্টা করুন।
  • যদি অনলাইন প্লাটফর্মে সমস্যা হয়, তবে আপনার নিকটস্থ জাওয়াজাত অফিসে গিয়ে সরাসরি মেয়াদ চেক করুন।

অ্যাকাউন্ট লগ ইন করতে সমস্যায় পড়া
অনেকের জন্য আবশির বা মুআবনা অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যা হতে পারে, যা সাধারণত পাসওয়ার্ড ভুলে যাওয়া বা প্রোফাইলে তথ্য ভুল প্রদর্শনের কারণে হয়ে থাকে।

সমাধানঃ
  • পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড অপশনটি ব্যবহারে পুনরুদ্ধার করুন।
  • লগ ইন তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজন হলে অ্যাকাউন্ট রিকভারির জন্য কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।

ভিসা নবায়নের জন্য ডকুমেন্টস আপলোড সমস্যা
অনেক সময় ভিসা নবায়নের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে সমস্যা হয়। যেমন ফাইলের আকার বেশি হওয়া ও বা ফরমেট ঠিক না থাকা।

সমাধানঃ
  • ফাইলের আকার এবং ফরম্যাট চেক করুন এবং প্রয়োজন অনুযায়ী রি-ফরম্যাট করুন।
  • প্রয়োজন হলে ফাইলটি পিএনজি, পিডিএফ বা জেপিইজি ফরমেটে কনভার্ট করে পুনরায় আপলোড করুন।

অতিরিক্ত বিলিং সমস্যা
কিছু ক্ষেত্রে ভিসা নবায়নের সময় নির্ধারিত ফির চেয়ে বেশি ফি কাটা সমস্যা দেখা দিতে পারে।

সমাধানঃ
  • প্রথমে ট্রানজেকশন হিস্টরি চেক করুন এবং নিশ্চিত হন যে কত টাকা কাটা হয়েছে।
  • সমস্যা থাকলে দ্রুত ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনে সমাধানের জন্য অভিযোগের দায়ের করুন।

জাওয়াজাত অফিসে সরাসরি যোগাযোগ
কোন সমাধান না পাওয়া যায় তাহলে আপনার নিকটস্থ জাওয়াজাত অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে নিয়ে জাওয়াজাত অফিসে উপস্থিত হলে তারা আপনাকে দ্রুত সহায়তা করতে পারবে।

ভিসা চেক করার সময় প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নবলী ও উত্তর

ভিসা চেক করার সময় প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নবলী ও উত্তর এই আর্টিকেলে এ বিষয়টি এখন বিস্তারিত জানতে পারবেন। সৌদি আরবের ভিসা চেক করার সময় প্রবাসী বাংলাদেশীদের মনে কিছু সাধারণ প্রশ্ন আসে এসব প্রশ্ন উত্তর জানা থাকলে ভিসা চেক এবং নবায়নের প্রক্রিয়া অনেক সহজ হয়। নিম্নে এমন কিছু সাধারণ প্রশ্ন ও তাদের উত্তর দেওয়া হলো।

প্রশ্নঃ কিভাবে আমি আমার ভিসা স্ট্যাটাস চেক করতে পারি?
উত্তরঃ আপনি আবশির বা মুআবনা প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে ভিসা স্ট্যাটাস বা ভিসা ভ্যালিডিটি সেকশনে গিয়ে পাসপোর্ট বা ই-কামা নাম্বার দিয়ে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারেন।

প্রশ্নঃ ভিসা নবায়নের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
উত্তরঃ ভিসা নবায়নের জন্য সাধারণত- 
পাসপোর্ট কপি
ই-কামা নাম্বার (যদি থাকে)
মেডিকেল চেক-আপ রিপোর্ট (প্রয়োজন হলে)
এবং স্পন্সরের অনুমতি প্রয়োজন হয়।

প্রশ্নঃ ই-কামার নাম্বার ছাড়া ভিসা চেক করা যাবে কি?
উত্তরঃ হ্যাঁ, অনেক ক্ষেত্রে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়। তবে ই-কামা নাম্বার থাকলে তা দিয়ে চেক করলে আরো নির্ভুল তথ্য পাওয়া যায়।

প্রশ্নঃ ভিসা স্ট্যাটাস চেক করার জন্য কি তথ্য প্রয়োজন?
উত্তরঃ সাধারণত ভিসা চেক করার জন্য আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার বা ই-কামা নাম্বার (যদি থাকে) প্রয়োজন হয়।

প্রশ্নঃ কিভাবে ভিসার মেয়াদ চেক করতে পারি?
উত্তরঃ আবশির বা মুআবনা প্ল্যাটফর্মে ভিসা চেক করার সময় মেয়াদ উল্লেখ থাকে। ভিসা স্ট্যাটাস চেক করার সাথে সাথে আপনি মেয়াদও চেক করতে পারবেন।

প্রশ্নঃ মোবাইল ফোনে ভিসা চেক করতে পারি কি?
উত্তরঃ হ্যাঁ, আপনি মোবাইলে আবশির বা মুআবনা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ভিসা চেক করতে পারেন। এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে থেকে পাওয়া যায়।

প্রশ্নঃ ভিসার মেয়াদ শেষ হলে কি করণীয়?
উত্তরঃ যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তবে আবশির বা মুআবনা প্লাটফর্মে লগইন করে নির্দিষ্ট ফি পরিশোধ করে ভিসা নবায়ন করতে পারেন। আপনার স্পন্সর বা কোম্পানির সহায়তা নিয়ে জাওয়াজাত অফিসে নিয়ে নবায়ন করতে পারেন।

প্রশ্নঃ অনেকবার চেষ্টা করেও ভিসা চেক করতে পারছি না, কি করব?
উত্তরঃ প্রথমে আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন। তারপর ওয়েবসাইট বা অ্যাপটির রিফ্রেস করুন। সমস্যা অব্যাহত থাকলে আবশির মুআবনার কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন অথবা নিকটস্থ জাওয়াজাত অফিসে যান।

প্রশ্নঃ ভিসা স্ট্যাটাসে ভুল তথ্য প্রদর্শিত হলে কি করব?
উত্তরঃ যদি আপনার ভিসা স্ট্যাটাসে ভুল তথ্য থাকে, তবে এটি সংশোধনের জন্য জাওয়াজাত অফিসে যোগাযোগ করুন। আপনি চাইলে আবশির কাস্টমার সাপোর্টেও সমস্যাটি জানতে পারেন।

প্রশ্নঃ ভিসা চেক করার সময় অতিরিক্ত ফি কাটলে কি করব?
উত্তরঃ যদি অতিরিক্ত ফি কাটা হয় তবে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং আবশির কাস্টমার কেয়ার বা জাওয়াজাত অফিসে অভিযোগ দায়ের করুন।

প্রশ্নঃ ভিসা চেক এবং নবায়নের জন্য স্পন্সরের সাহায্যে প্রয়োজন কি?
উত্তরঃ হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন হতে পারে। বিশেষ করে কাজের জন্য নির্দিষ্ট ভিসা হলে স্পন্সরের সহায়তা নিয়ে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রশ্নঃ কতদিন আগে ভিসা নবায়ন করা উচিত?
উত্তরঃ সাধারণত ভিসার মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে নবায়নের প্রক্রিয়ায় শুরু করা উত্তম। যাতে সময় মত ভিসা নবায়ন করা যায়।

ভিসার জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও লিংকস

ভিসার জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও লিংকস গুলো আপনাদের অনেক প্রয়োজন হবে। কেননা এই লিংক গুলো জানা থাকলে সহজেই আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সৌদি আরবে ভিসা চেক, নবায়ন এবং অন্যান্য বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক রয়েছে, যা প্রবাসী বাংলাদেশীদের কাজে লাগতে পারে। নিচে এসব তথ্য ও লিংক দেওয়া হলো।

আবশির পোর্টাল ও মোবাইল অ্যাপ
আবশির সৌদি আরবের ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করে। এটি ব্যবহার করে আপনি ভিসা স্ট্যাটাস চেক, ই-কামা নবায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারেন।

আবশির ওয়েবসাইট

https://www.absher.sa

মোবাইল অ্যাপ ডাউনলোড
  • Google play Store: Absher on Google play
  • Apple App Store: Absher on Apple App Store

মুআবনা পোর্টাল
মুআবনা পোর্টাল সৌদি আরবের প্রবাসীদের জন্য ভিসা এবং ই-কামা সম্পর্কিত বিভিন্ন তথ্য চেক করার সুযোগ দেয়। মুআবনা প্লাটফর্ম ব্যবহার করে ভিসার মেয়াদ ও স্ট্যাটাস চেক করা যায় খুব সহজেই।

মুআবনা ওয়েবসাইট

সৌদি জাওয়াজাত অফিসিয়াল ওয়েবসাইট
জাওয়াজাত সৌদি আরবের ইমিগ্রেশন বিভাগ, যেখানে সরাসরি যোগাযোগ করে ভিসা নবায়ন, মেয়াদ ও অন্যান্য তথ্য সম্পর্কে সহযোগিতা নেওয়া যায়। এটি প্রবাসীদের বিভিন্ন তথ্য প্রদান এবং সেবা নিশ্চিত করে।

জাওয়াজাত ওয়েবসাইট

ভিসা নবায়নের ফি এবং অন্যান্য চার্জ সম্পর্কে তথ্য
ভিসা নবায়নের জন্য নির্দিষ্ট ফি এবং অন্যান্য চার্জ রয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন হতে পারে. তাই নিয়মিত ফি ও চার্জ সম্পর্কে আপডেট থাকতে জাওয়াজাত বা আবশির অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য দেখতে পারেন।

ফি চেকিং ওয়েবপেজ (আবশির)

সৌদি কাস্টমার কেয়ার সাপোর্ট নম্বর
কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আপনি সরাসরি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। নিম্নে কাস্টমার কেয়ারের তথ্য দেওয়া হলো।

আবশির কাস্টমার কেয়ার
৯২০০২০৪০৫

জাওয়াজাত কাস্টমার কেয়ার
০১১-৪৭৭-১১০০ ( নাম্বারটি সৌদি আরবের ভিতর থেকে)

অন্যান্য দরকারি মোবাইল অ্যাপ
Saudi MOI ( Ministry of Interior ) App: এটি নিরাপত্তা ও সুরক্ষিত সম্পর্কিত সেবা।

  • Google Play Store: MOI on Google Play
  • Apple App Store: MOI on Apple App Store

ভিসা সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখার পরামর্শ

ভিসা সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখার পরামর্শ এখানে আমরা জানবো কিভাবে আমাদের তথ্যগুলো সংরক্ষিত রাখা যায়। ভিসাগুলো বা ভিসা সংক্রান্ত যেসব তথ্য রয়েছে সেগুলো আমাদের সুরক্ষিত রাখা উচিত। নিম্নে এই বিষয়টি তুলে ধরা হলো।
  • অ্যাকাউন্ট সুরক্ষা, আবশির বা মুআবনা  অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করুন এবং এটি কারো সাথে শেয়ার করবেন না।
  • নিয়মিত চেক, আপনার ভিসার স্ট্যাটাস ও মেয়াদ নিয়মিত চেক করুন।
  • সঠিক তথ্য প্রদান, ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকুন এটা আপনার স্ট্যাটাস এবং নবায়ন প্রক্রিয়ায় জটিলতা আনতে পারে বা সমস্যা হতে পারে।

শেষ মন্তব্য

সৌদি আরব ভিসা চেক করা একটি সহজ এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা প্রতিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অপরিহার্য একটি বিষয়। এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি আপনার ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য সহজে পেতে পারেন।

ভিসা সংক্রান্ত সাধারণ সমস্যা অনলাইন সিস্টেম ডকুমেন্ট নিয়ে হয়ে থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং প্রয়োজনে সাপোট সিস্টেম ব্যবহার করে সহজেই সমস্যা গুলো সমাধান করা যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url