জামুন মকটেল রেসিপি-কিভাবে তৈরি করবেন জেনে নিন

জামুন মকটেল রেসিপি এই প্রবন্ধে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজেই জামুন মকটেল তৈরি করা যায়। এর পাশাপাশি আরো জানতে পারবেন এর বিভিন্ন উপকারিতা গুনাগুন ও সেই সাথে প্রয়োজনীয় উপকরণ সমূহ।

জামুন-মকটেল-রেসিপিজাম দিয়ে বানানো এই জামুন মকটেল একটি সুস্বাদু পানীয়। এই পানীয় গরমের দিনে মানুষের শরীরে একটি শীতল ভাব এনে দেয়। এটি বানানোর প্রক্রিয়া বা পদ্ধতি খুবই সহজ এবং এর উপকরণগুলো গরমের সময় বেশিরভাগ পাওয়া যায়।

পেজ সূচিপত্রঃ জামুন মকটেল রেসিপি-কিভাবে তৈরি করবেন জেনে নিন

জামুন মকটেল রেসিপি

জামুন মকটেল রেসিপি কিভাবে করতে হয় ও পরিবেশন করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। নিম্নের বিষয়গুলোতে আমি আরো বিশদভাবে বর্ণনা করেছি। যারা গরমের দিনে জামুন মকটেল খেয়ে নিজেকে একটু আরাম বোধ করাতে চান, তারা অবশ্যই এই জামুন মকটেল রেসিপিটি ভালোভাবে শিখে নিন।

জাম একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল। অর্থাৎ জাম দিয়ে বানানো জামুন মকটেল স্বাদের পাশাপাশি স্বাস্থ্যকর। এটি গরমের দিনে প্রশান্তি দিতে এবং অতিথিদের চমকে দিতে চমৎকার একটি পানীয়। নিম্নের বিষয় গুলোতে জামুন মকটেল তৈরির সহজ রেসিপি তুলে ধরা হলো।

জামুন মকটেলের বিভিন্ন উপকারিতা

জামুন মকটেলের বিভিন্ন উপকারিতা চলুন আমরা এ বিষয় সম্পর্কে প্রথমেই জেনে নেই। জামুন মকটেলের বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। জামুন মকটেল রেসিপি এই প্রবন্ধে এখন আমরা এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানবো। নিম্নে জামুন মকটেলের বিভিন্ন উপকারিতা উল্লেখ করা হলো।
জামুন-মকটেলের-বিভিন্ন-উপকারিতা
জামুন মকটেলের কয়েকটি উপকারিতা
জামে ভিটামিন সি, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই এটি-
  • ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে, এটা পান করলে শরীরে তাজা অনুভূতি নিয়ে আসে।
  • রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে।
  • হজম শক্তি বৃদ্ধি করে থাকে।

জামুন মকটেল তৈরিতে প্রয়োজনীয় উপকরণ

জামুন মকটেল তৈরিতে প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। এটি তৈরি করতে বেশ কয়েকটি উপকরণ হলেই হয়। জামুন মকটেল রেসিপি এ প্রবন্ধে এখন আমরা এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। নিম্নে জামুন মকটেল তৈরির প্রয়োজনে উপকরণগুলো তুলে ধরা হলো।

প্রয়োজনীয় উপকরণ
  • জাম এক কাপ আটি ছড়ানো।
  • চিনি বা মধু দুই টেবিল চামচ। (অথবা আপনার নিজের স্বাদ অনুযায়ী)
  • লেবুর রস এক টেবিল চামচ।
  • সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার এক কাপ।
  • বরফ কুচে এক থেকে দুই কাপ।
  • বিট লবণ ১ থেকে ২ চা চামচ।
  • পুদিনা পাতা।

জামুন মকটেল তৈরি করার সঠিক পদ্ধতি

জামুন মকটেল তৈরি করার সঠিক পদ্ধতি সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানবো। জামুন মকটেল রেসিপি এই প্রবন্ধে এখন আমরা এ বিষয়টি আপনাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করবো। নিম্নে জামুন মকটেল তৈরি করার সঠিক পদ্ধতি উল্লেখ করা হলো।
জামুন-মকটেল-তৈরি-করার-সঠিক-পদ্ধতি
জামুন মকটেল তৈরি করার পদ্ধতি
  • জামগুলো প্রথমে ধুয়ে আটি ছড়িয়ে নিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে জামুন ( জামের আটি ছড়ানো অংশ ), চিনি, মধু, লেবুর রস এবং বিট লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করতে হবে।
  • এরপরে মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেকে নিয়ে জামের রসগুলো আলাদা করে নিতে হবে।
  • এরপরে একটি গ্লাসে বরফ কুচি দিতে হবে। তারপর জামুনের রস গুলো ঢালতে হবে।
  • তারপর গ্লাসের বাকি অংশ সোডা ওয়াটার দিয়ে পূরণ করতে হবে।
  • সব শেষে একটি চামচ দিয়ে হালকা ভাবে মিশিয়ে নিতে হবে।

জামুন মকটেল সম্পর্কে অন্যান্য টিপস

জামুন মকটেল সম্পর্কে অন্যান্য টিপস গুলো চলুন এবার জেনে নেওয়া যাক। এতক্ষণ ধরে আমরা জানলাম জামুন মকটেল তৈরির প্রয়োজন উপকরণ এবং এটি তৈরি করার সঠিক পদ্ধতি সম্পর্কে। কিন্তু এখন আমরা জানবো জামুন মকটেল সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস। নিম্নে জামুন মকটেল সম্পর্কে অন্যান্য টিপস তুলে ধরা হলো।

  • পরিবেশনের সময় উপরে পুদিনা পাতা দিয়ে সাজানো যায়। চাইলে গ্লাসের প্রান্তে লেবুর টুকরো লাগিয়ে পরিবেশন করা যায়। ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে হবে।
  • মধু বা চিনি আপনার স্বাদ অনুযায়ী কম বা বেশি ব্যবহার করতে পারেন।
  • সোডা ওয়াটারের বদলে কোক বা সাদা লেবুর পানীয় ব্যবহার করতে পারেন।
  • একটি স্টার আনিস বা দারচিনির গুড়া যোগ করে আলাদা ফ্লেভার আনতে পারেন।
  • গ্লাসে লবণ এবং লেবুর রস দিয়ে রিম সাজিয়ে পরিবেশন বৈচিত্র আনতে পারেন।

শেষ মন্তব্য

উপরে আলোচনা হতে এ কথা বলা যায় যে, জামুন মকটেল খেলে বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। এটি গরমের দিনে শরীরকে অনেক প্রশান্তি এনে দেবে। তাই এটা তৈরি করা সম্পর্কে বা তৈরি করার পদ্ধতি সম্পর্কে জেনে থাকা খুবই ভালো।

জামুন মকটেল সহজে তৈরি করা যায়, এবং এটি স্বাস্থ্যকর একটি পানীয় অতিথিদের আপ্যায়নের জন্য গরমের দিনে এটি অনেক ভালো একটি রেসিপি। চাইলে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url