পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার-জানুন বিস্তারিত

পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন পিত্তথলিতে পাথর কি, পিত্তথলিতে পাথর হওয়ার কারণ, এর বিভিন্ন লক্ষণ, সমস্যা এবং প্রতিকার বিষয়ে বিস্তারিত। আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

পিত্তথলিতে-পাথর-কারণ-লক্ষণ-সমস্যা-প্রতিকারপিত্তথলিতে পাথর হওয়া একটি সাধারন রোগ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা। তাই এটি সঠিক সময়ে সনাক্ত না হলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। এই প্রবন্ধে পিত্তথলিতে পাথর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

পেজ সূচিপত্রঃ পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার-জানুন বিস্তারিত

পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার

পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার এ বিষয়গুলো আপনাদের মাঝে এখন ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করা হবে নিম্নের বিষয়গুলোতে। আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। আর্টিকেল থেকে আপনি অনেক কিছু তথ্য পাবেন বলে আশা করছি। 

এই প্রবন্ধে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে পিত্তথলিতে পাথর সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার এবং সেই সাথে পিত্তথলিতে পাথর হওয়ার বিভিন্ন কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার কিভাবে করা যাবে তা সম্পর্কে বিস্তারিত।

পিত্তথলি হলো একটি ছোট থলি যা যকৃতের নিচে অবস্থিত। এটি যকৃত থেকে উৎপাদিত পিত্তরস সংরক্ষণ করে এবং হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পিত্তথলিতে পাথর আসলে কি

পিত্তথলিতে পাথর আসলে কি এ বিষয় সম্পর্কে আমাদের জানা জরুরী। কেননা যে কোন রোগ সম্পর্কে আমাদের জ্ঞান থাকলে সে সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা তৈরি হবে। পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার এই প্রবন্ধে এখন আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। নিম্নে এই বিষয়টি তুলে ধরা হলো।

পিত্তথলিতে পাথর বলতে পিত্তরসের মধ্যে থাকা অতিরিক্ত কোলেস্টেরল, বিলিরুবিন বা অন্যান্য পদার্থ জমাট বাধার ফলে সৃষ্ট কঠিন পদার্থকে বোঝায়। এ ধরনের পাথর আকারে ছোট দানা থেকে বড় পর্যন্ত হতে পারে। অর্থাৎ এটা এক ধরনের কঠিন পদার্থ যা প্রথম পর্যায়ে চর্বি আকারে জমা থাকে।

পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাব্য কয়েকটি কারণ

পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাব্য কয়েকটি কারণ রয়েছে। এ সকল কারণে পিত্তথলিতে পাথর হয়ে থাকে। পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার এই প্রবন্ধে এখন আমরা এ বিষয়টি বিস্তারিত জেনে নেব। নিম্নে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাব্য কারণ গুলো উল্লেখ করা হলো।

পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাব্য কারণ
  • গর্ভাবস্থায় সময় হরমোনের পরিবর্তন।
  • অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত পিত্তরস।
  • পিত্তথলি পর্যাপ্ত খালি না হওয়া।
  • স্থূলতা বা অতিরিক্ত ওজন।
  • বয়স ও জিনগত কারণ।
  • খাদ্যাভ্যাসের আধিক্য।
  • ডায়াবেটিস

পিত্তথলিতে পাথর থাকলে লক্ষণসমূহ

পিত্তথলিতে পাথর থাকলে কিছু লক্ষণ শরীরের মাঝে দেখা যায়। আসুন আমরা এই লক্ষণগুলো মনোযোগ সহকারে পড়ে তা জেনে নেই তাহলে আমাদের জন্য উপকার হবে। পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার এই আর্টিকেলে এ বিষয়টি নিম্নে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরা হলো।
পিত্তথলিতে-পাথর-থাকলে-লক্ষণ-সমূহ
লক্ষণ সমূহ
পিত্তথলিতে পাথর থাকলে নিচের লক্ষণ গুলো দেখা দিতে পারে-

  • ডান পাশের পেটের ওপরে অংশে তীব্র ব্যথা হয়।
  • চামড়া ও চোখ হলুদ হয়, যাকে জন্ডিস বলে।
  • বমি বমি ভাব বা বমি হওয়া।
  • মল ধূসর বা পেট ফাঁপা হয়।
  • জ্বর বা ঠান্ডা অনুভব হয়।
  • হজমে সমস্যা হয়।

পিত্তথলিতে পাথর থাকলে যে সমস্যা গুলো হয়

পিত্তথলিতে পাথর থাকলে যে সমস্যা গুলো হয় সে সম্পর্কে জানা আমাদের জরুরী। তাই আসুন জেনে নেই পিত্তথলিতে পাথর থাকলে যে সমস্যা গুলো হয় সে সম্পর্কে বিস্তারিত। পিত্তথলিতে পাথরঃ কারণ, লক্ষণ, সমস্যা, প্রতিকার এই প্রবন্ধে নিম্নে এ বিষয়টি উল্লেখ করা হলো।

যে সমস্যা হয়
পিত্তথলিতে পাথর যদি দীর্ঘ সময় ধরে থাকে, তবে তা জটিলতার কারণ হতে পারে। যেমন-
  • পিত্তনালীর বন্ধ হওয়া- পিত্তরস বের হতে না পারলে সংক্রমণ হতে পারে।
  • পিত্তথলিতে ক্যান্সার- এটি বিরল হলেও দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে।
  • প্যানক্রিয়াটাইটিস- অগ্নাশয়ে প্রদাহ হতে পারে।

পিত্তথলিতে পাথর প্রতিরোধের উপায়

পিত্তথলিতে পাথর প্রতিরোধের কয়েকটি উপায় রয়েছে। এ উপায় গুলো জানা থাকলে আমরা যারা এ সমস্যায় ভুগছি তারা অনেক আরাম পাবেন বলে আশা করছি। পিত্তথলিতে পাথর প্রতিরোধ করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলা উচিত।
পিত্তথলিতে-পাথর-প্রতিরোধের-কয়েকটি-উপায়
পিত্তথলিতে পাথর প্রতিরোধের উপায়
  • ফাস্টফুড ও অতিরিক্ত তেল যুক্ত খাবার এড়িয়ে চলা।
  • নিয়মিত শারীরিক পরিশ্রম করা।
  • ফাইবার যুক্ত খাবার খাওয়া।
  • সুষম খাদ্য গ্রহণ করা।
  • পর্যাপ্ত পানি পান করা।
  • ওজন নিয়ন্ত্রণ রাখা।

পিত্তথলিতে পাথরের চিকিৎসা ও প্রতিকার

পিত্তথলিতে পাথরের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে এখন আমরা বিস্তারিত জেনে নেব। পিত্তথলিতে পাথর হলে নিচের চিকিৎসা পদ্ধতিগুলো অনুসরণ করা হয়।

পিত্তথলিতে পাথরের চিকিৎসা ও প্রতিকার
  • এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কলাঙ্গিও প্যানক্রিয়াটোগ্রাফি ( ERCP )- পাথর সরানোর জন্য ব্যবহৃত একটি প্রক্রিয়া।
  • প্রাকৃতিক উপায়- খাদ্যাভ্যাস পরিবর্তন করে এবং হালকা ব্যায়াম করে পাথর কমানো সম্ভব হতে পারে।
  • ল্যাপারোস্কোপি সার্জারি- এটা একটি আধুনিক পদ্ধতি যেখানে পিত্তথলি সরানো হয়।
  • ঔষধ- ছোট পাথর গলানোর জন্য ওষুধ ব্যবহার করা যেতে পারে।

শেষ মন্তব্য

উপরে আলোচনা থেকে বোঝা যায় এটি এক ধরনের সাধারণ রোগ হলেও, এটি অনেক ধরনের গুরুতর সমস্যা হতে পারে। তাই উপরে বর্ণিত এ ধরনের লক্ষণ গুলো দেখা দিলে আপনি অবশ্যই দ্রুততার সাথে ডাক্তারের পরামর্শ নেবেন।

পিত্তথলিতে পাথর একটি স্বাস্থ্য সমস্যা যা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে সহজে প্রতিকার করা সম্ভব। তাই সুস্থ থাকতে সুষম খাদ্য গ্রহণ করা এবং সঠিক জীবন যাপন মেনে চলা জরুরী। যদি কোন লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জিনেউস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url